দিনাজপুর: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা” তহবিল কর্মসূচির আওতায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার উপকারভোগী মায়েদের মাঝে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী এক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধার সকাল ১০ টায় হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, সহকারী মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান প্রমূখ। এতে পৌরসভার প্রায় চার’শ মাকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।