রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দেশীয় শোবিজ তারকাদের একের পর এক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ড হ্যাক হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহীর ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
এদিকে, হ্যাকড হওয়া আইডি দিয়ে কেউ যেন প্রতারণার আশ্রয় নিতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে ভক্ত-অনুরাগী দর্শকদের অনুরোধ জানিয়েছেন মাহী। আইডিটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
খুব অল্প সময়েই প্রযোজকদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন মাহী। চলচ্চিত্রের ক্যারিয়ার যখন ঠিক মধ্য গগনে তখনই মাহিয়া মাহীর ক্যারিয়ারে ঘটে ছন্দপতন। হঠাৎ প্রযোজকদের কাছে তার আস্থার জায়গায় তৈরি হয় সংকট। গত দুই বছর ঢালিউডে তার অবস্থান মোটেই সুখকর ছিল না। তাই এখন পুরানো সেই অবস্থান ফিরে পেতে একেবারে ছক কষে পথ চলছেন তিনি।
বর্তমানে ‘আনন্দ অশ্রম্ন’ সিনেমায় কাজ করছেন মাহী। এ বিষয় মাহী জানান, ‘আনন্দ অশ্রম্ন’ শুটিং প্রায় শেষের দিকে। ঈদের পড়ে বাদবাকি কাজ হবে। এ ছাড়া আরও বেশ কিছু সিনেমায় কাজ করার কথা চলছে। আশা করছি দ্রম্নতই শুরু হবে যেসব কাজ। এ ছাড়াও ঈদকে সামনে রেখে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানে দেখা যাবে তাকে।