স্টাফ রিপোর্টার:
রংপুরে বসবাসরত গাইবান্ধা জেলার বাসিন্দাদের নিয়ে 'রংপুরস্থ গাইবান্ধা সমিতি' নামে একটি সামাজিক সংগঠণ আত্মপ্রকাশ করেছে। প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনাকে আহবায়ক এবং তানজিন বিল্লাহকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে এই সমিতি গঠন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সিটি ভিউ হোটেলে ইফতার মাহফিল শেষে অনানুষ্ঠানিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে সর্বসম্মতিক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনাকে আহবায়ক এবং ব্যাংক কর্মকর্তা তানজিন বিল্লাহকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, তাবিউর রহমান প্রধান, আতিউর রহমান, দিবাকর রায়, শাহজাহান লিটন, আতাউর রহমান লিটন, সোহেল আহমেদ, আবু নাসের, ডা. ইয়াসমীন আক্তার টুম্পা, মিজানুর রহমান মিজান, হেদায়েতুল ইসলাম বাবু, আব্দুল লতিফ, আব্দুল্যাহ আল মামুন রাজিব ও শাহরিয়া পারভেজ পাভেল।
রংপুরে বসবাসরত গাইবান্ধার বাসিন্দারা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্য নিয়ে সংগঠনটি গঠন করে।