Showing posts with label সৌদি আরব. Show all posts
Showing posts with label সৌদি আরব. Show all posts
জালালাবাদ অ্যাসোসিয়েশনের রিয়াদ কমিটির অভিষেক

জালালাবাদ অ্যাসোসিয়েশনের রিয়াদ কমিটির অভিষেক

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সিলেটের ঐতিহ্যবাহী সমাজকল্যাণ সংস্থা জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদ শাখার ২০১৯-২০ সালের নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।


গত রোববার (১৬ জুন) রাতে সৌদি আরবের রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে এ অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।


নবগঠিত কমিটির সভাপতি কাপতান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিশন উপ-প্রধান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি আব্দুর রহমান চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, ‘প্রবাসীদের এটিএম কার্ডের মত ব্যবহার করছে তাদের পরিবার-পরিজন। অনেকেই দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে গিয়ে দেখেন যে, তাদের প্রিয়জনরা সব সঞ্চয় নষ্ট করে ফেলেছেন। এ থেকে পরিত্রাণ পেতে প্রবাসীদের জন্য বিমা এবং পেনশন স্কিম চালুর চেষ্ট চলছে। ’


এসময় রাষ্ট্রদূত স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে রিয়াদের রাজনীতিবিদ, ব্যবসায়ী, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

চারদিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী

admin June 01, 2019

অনলাইন ডেস্ক:
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৪তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩১ মে) স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৫১২) বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।


এসময় বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি গোলাম মসিহ এবং জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন। বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রী ওআইসি সম্মেলনে যোগ দিতে মক্কা যাবেন। তিনি সন্ধ্যায় মক্কার সাফা প্রাসাদে ওআইসির শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।


এর আগে প্রধানমন্ত্রী জাপানে চারদিনের সরকারি সফর শেষে স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে টোকিও হানেদা আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাবা ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।


সৌদি আরব ওআইসির এ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ। পবিত্র মক্কা নগরীতে শুক্রবার ও শনিরাব (১ জুন) ওআইসির ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।


শেখ হাসিনা শনিবার মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন। রোববার (২ জুন) সকালে প্রধানমন্ত্রী মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত ও ফাতেহা পাঠের উদ্দেশে জেদ্দা থেকে বিমানযোগে মদিনা রওয়ানা হবেন। সন্ধ্যায় তিনি বিমানযোগে মদিনা থেকে জেদ্দা যাবেন। সোমবার (৩ জুন) স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের হেলসিঙ্কির উদ্দেশে সৌদি আরবের জেদ্দা ত্যাগ করবেন। তিনি ওইদিন দুপুর ১ টায় (ফিনল্যান্ড সময়) হেলসিঙ্কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবেন।


প্রধানমন্ত্রী গত মঙ্গলবার (২৮ মে) থেকে শুক্রবার পর্যন্ত জাপান অবস্থানকালে দু’দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের (চার প্রকল্পের জন্য) একটি সহযোগিতা চুক্তি সই হয়। তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন। চুক্তি স্বাক্ষর শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।


এছাড়া প্রধানমন্ত্রী টোকিওতে ২৫তম নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে অন্যতম প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের একটি সংবর্ধনা অনুষ্ঠানসহ বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী ত্রিদেশীয় সফরের উদ্দেশে ২৮ মে ঢাকা ত্যাগ করেন। তার প্রথম গন্তব্য ছিলো জাপান। পরের গন্তব্য সৌদি আরব ও ফিনল্যান্ড। ১২ দিনের সফর শেষে আগামী শনিরাব (৮ জুন) তার দেশে ফেরার কথা রয়েছে।

ত্রিদেশীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ত্রিদেশীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

admin May 29, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের ত্রিদেশীয় সফরে জাপান পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলোদেশ সময় বিকেল সাড়ে ৩টা) টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে এবং টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান।


এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, ডিপ্লোমেটিক কোরের ডিন এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।


প্রধানমন্ত্রী তার সফরের প্রথমে জাপানে ২৮ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠেয় ফিউচার এশিয়া শীর্ষক ২৫তম আন্তর্জাতিক সম্মেলন ভাষণ দেবেন। সেখানে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন শেখ হাসিনা।


জাপানের সফর শেষে শেখ হাসিনা জেদ্দার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন। তিনি ৩ জুন পর্যন্ত সেখানে অবস্থান করবেন। সৌদি আরবে সফরকালে প্রধানমন্ত্রী ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৪তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে মক্কা নগরীতে ৩১ মে ‘মক্কা সামিট : টুগেদার ফর দ্য ফিউচার’ শীর্ষক ইসলামি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সেখানে পবিত্র ওমরাহ পালন করবেন।


সৌদি আরব সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ জুন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন। আগামী ৪ জুন ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন।


এদিকে জাপান সফরের প্রথম দিনে আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রী জাপানি সময় ৮টা ৩০ মিনিটে হোটেল ওকুরাতে কমিউনিটি অভ্যর্থনায় যোগ দেবেন। ২৯ মে সকালে হোটেল নিউ অটনিতে প্রধানমন্ত্রী জাপানি ব্যবসায়ী সম্প্রদায়ের নেতা ও প্রধান নির্বাহীদের সঙ্গে প্রাতরাশ গোলটেবিল সভা করবেন। একই দিন বাংলাদেশে হলি আর্টিসানে ক্ষতিগ্রস্ত জাপানিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

সৌদি আরবের জিযান বিমানবন্দরে ড্রোন হামলা

সৌদি আরবের জিযান বিমানবন্দরে ড্রোন হামলা

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সৌদি আরবের জিযান বিমানবন্দরের সামরিক হ্যাঙ্গারে ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।রোববার হুতি সমর্থিত ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত কয়েকদিন আগে মক্কা ও জেদ্দা নগরী লক্ষ্য করে ব্যালাস্টিক মিসাইল ছুড়েছিল জঙ্গিরা।


তবে সৌদি কর্তৃপক্ষ বা ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে চার বছর ধরে লড়াই করা সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী হামলায় আক্রান্ত হওয়ার ব্যাপারে কোনো তথ্য নিশ্চিত করেনি।


গত দুই সপ্তাহ ধরে সৌদি আরবের শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। গত সপ্তাহে ইরানি মদদপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবে ২টি ব্যালাস্টিক মিসাইল ছুড়লে একটি জেদ্দার রেড সি পোর্টের কাছে, মক্কা অভিমুখী অপর মিসাইলটি মক্কার ৫০ কিলোমিটার দূরে তায়েফে ভূপাতিত করে সৌদি এয়ার ডিফেন্স ফোর্সেস।


এর আগে সৌদি আরবের দুটি পাম্পিং স্টেশনে সশস্ত্র ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছিল হুতি বিদ্রোহীরা। এ হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সবচেয়ে বড় তেল সরবরাহকারী প্রতিষ্ঠান আরমাকো তেল সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে।


এ ছাড়া পাম্পিং স্টেশনে হামলার মাধ্যমে সৌদি আরবে হুতি বিদ্রোহীরা তাদের সামরিক অভিযান শুরু করেছে বলে দাবি করেছে। আগামীতে তিন শতাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছে তারা।

সৌদি আরবকে ৮০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে ৮০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছেন ট্রাম্প

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
কংগ্রেসকে পাশ কাটিয়ে সৌদি আরবের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এধরণের অস্ত্র বিক্রির ক্ষেত্রে সাধারণত মার্কিন কংগ্রেসের অনুমোদনের দরকার হলেও জরুরি অবস্থায় প্রশাসনিক আদেশ দিয়ে তা অনুমোদনের ক্ষমতা রাখেন প্রেসিডেন্ট। এ ক্ষেত্রে ওই সুযোগই ব্যবহার করেছেন ট্রাম্প। জরুরি অবস্থা ঘোষণার কারণ হিসেবে ইরানের কাছ থেকে হুমকি বৃদ্ধির দাবি করেছেন তিনি।


গত শুক্রবার ট্রাম্পের প্রশাসনিক এই আদেশের বিষয়টি কংগ্রেসকে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে ডেমোক্র্যাট সদস্যদের অভিযোগ পার্লামেন্টে কঠোর বিরোধীতার মুখে পড়ার আশঙ্কাতেই কংগ্রেসকে পাশ কাটিয়েছেন ট্রাম্প।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সৌদি আরব ছাড়া সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের কাছেও অস্ত্র বিক্রি করতে পারেন ট্রাম্প। ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করে ওয়াশিংটন।


যুক্তরাষ্ট্রের ঘোষণার বর্ষপূর্তির দিনে চুক্তি থেকে আংশিক সরে যাওয়ার কথা জানিয়ে দেয় তেহরান। এরপর ইরানের ওপর ক্রমবর্ধমান চাপ বৃদ্ধির অংশ হিসেবে উগসাগরীয় এলাকায় বিমানবাহী রণতরী, ক্ষেপণাস্ত্রসহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ইরানের হুমকি মোকাবিলায় ওয়াশিংটন এই পদক্ষেপ নেওয়ার কথা বললেও তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘মনস্তাত্তি¡ক যুদ্ধ’ শুরুর অভিযোগ এনেছে। আগামি কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে দেড় হাজার সেনা, যুদ্ধবিমান ও ড্রোন মোতায়েনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ওই ঘোষণার পরেই সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করতে ট্রাম্পের প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানা গেল।


গত শুক্রবার কংগ্রেসকে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত জানানোর পর পররাষ্ট্রমন্ত্রীর একটি চিঠি মার্কিন সংবাদমাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার পাচ্ছে। ওই চিঠিতে মাইক পম্পেও বলেন, ‘ইরানের মারাত্মক কর্মকাণ্ডের’ কারণেই তাৎক্ষনিকভাবে অস্ত্র বিক্রির দরকার। পম্পেও লেখেন, ‘ইরানের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং ভেতরে-বাইরে আমেরিকার নিরাপত্তার ওপর মৌলিক হুমকি সৃষ্টি করেছে। পম্পেও বলেন, উপসাগরীয় এলাকা ও পুরো মধ্যপ্রাচ্যে হঠকারি সিদ্ধান্ত থেকে ইরানকে বিরত রাখতে যত দ্রুত সম্ভব এসব অস্ত্র অবশ্যই হস্তান্তর হতে হবে।


মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বি সৌদি আরব। ইরান ও সৌদি আরব আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। মধ্যপ্রাচ্যের সিরিয়া ও ইয়েমেন যুদ্ধ ছাড়াও ইরাক ও লেবাননে বিভিন্ন রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে তাদের অবস্থানও বিপরীতমুখী। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব। ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের বিরুদ্ধে বেসামরিক মানুষের ওপর মার্কিন অস্ত্র ব্যবহারের অভিযোগ থাকলেও রিয়াদের পক্ষে অবস্থান নেওয়ার কথা বেশ কয়েকবারই স্পষ্ট করেছেন ট্রাম্প।


ট্রাম্পের নতুন প্রশাসনিক আদেশে সৌদি আরবের কাছে বিক্রি হতে যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে নির্ভুল লক্ষ্যভেদে সক্ষম সামরিক সরঞ্জাম, ট্যাঙ্কবিরোধী ক্ষেপণাস্ত্রও বিভিন্ন ধরনের বোমা। ট্রাম্পের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই সমালোচনায় মুখর হয়ে ওঠেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ডেমোক্র্যাট সদস্য রবার্ট মেনেনদেজ ট্রাম্পের বিরুদ্ধে কর্তৃত্ববাদী দেশের পক্ষাবলম্বনের অভিযোগ আনেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আরও একবার তিনি (ট্রাম্প) আমাদের দীর্ঘ মেয়াদী জাতীয় সুরক্ষার স্বার্থকে অগ্রাধিকার দিতে আর মানবাধিকারের পক্ষে দাঁড়াতে ব্যর্থ হলেন’।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশি

admin May 03, 2019
অনলাইন ডেস্ক:
সৌদি আরবের সাগরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো চারজন। বুধবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরায় যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সাগরা প্রবেশপথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনাকবলিত হয়।

গাড়িতে চালকসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে। ১০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে সাগরা জেনারেল হাসপাতাল সূত্রে।দুর্ঘটনায় আহত নাজমুল নামের এক বাংলাদেশি জানান, আমরা দু'জন সুস্থ আছি। তিনজনের অবস্থা একটু খারাপ।

তিনি আরও বলেন, মাইক্রোবাসে ১৭ জন ছিলেন। ঘটনার আগের দিন (৩০ এপ্রিল) রাতে দাম্মাম থেকে মদিনার দিকে যাচ্ছিলেন তারা। পরদিন সকাল সাড়ে ৭টায় হঠাৎ গাড়ির চাকা বার্স্ট হয়। গাড়িটা ডিগবাজি খেয়ে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

তারা সবাই আল ফারুক ক্যাটারিং এ কাজ করেন বলে জানান নাজমুল। তিনি বলেন, দুর্ঘটনার দু'দিন হতে চললো এখন পর্যন কেউ আসেনি।

দুর্ঘটনায় নিহতরা হলেন-

১. বাহাদুর, পিতা- হাবেজ উদ্দিন। মাতা- মালেকা। ঝাগরমান কালিহাতি, টাঙ্গাইল। পাসপোর্ট নম্বর- BW 0337299

২. মো. রফিকুল ইসলাম, পিতা- মো. আনোয়ার হোসেন। মাতা- মোছা. হিরা খাতুন। মাধবপুর বাহাদুরপুর, ভেড়ামাড়া, কুষ্টিয়া। পাসপোর্ট নম্বর- BW0798074

৩. মো. ইউনুস আলি, পিতা- মো. আব্দুল খালেক, মাতা- মোছা. আমেনা খাতুন। রঘুনাথপুর আলিপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। পাসপোর্ট নম্বর BY 0525493

৪. মো. জামাল উদ্দিন মাঝি, পিতা- মান্নান মাঝি, মাতা- নুরজাহান। তারাকান্দি মনোহরদি, নরসিংদী। পাসপোর্ট নম্বর: BN 0571736

soudi2

৫. মো. গিয়াসউদ্দিন মৃধা, পিতা- মো. তফিজউদ্দিন মৃধা। মাতা- মোছা. হামিদা। তেগরা মান্দা, নওগাঁ। পাসপোর্ট নম্বর: BL 0177817

৬. মো. জুয়েল, পিতা- মো. গিয়াসউদ্দিন মাতা- আমেনা খাতুন। বাহাদিয়া পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। পাসপোর্ট নম্বর: BE 0245406

৭. মো. ইমদাদুল, পিতা- রশিদ, মাতা- মোছা. কাজলি বেগম। তাতারদি শেখেরগাঁ মনোহরদি, নরসিংদী। পাসপোর্ট নম্বর: BX 0400348

৮. মো. মানিক, পিতা- মো. রমজান আলী, মাতা- মোছা. মানিকজান। তুরুকবাড়িয়া মান্দা, নওগাঁ। পাসপোর্ট নম্বর: BX 0505953

৯. মো. আল আমিন, পিতা- আব্দুল মান্নান শেখ মাতা- পদেনা বেগম। দমনমারা খিদিরপুর মনোহরদি, নরসিংদী। পাসপোর্ট নম্বর: BP 0049523

১০. মো. মনির, হোসেন পিতা- মো. শামসুল হক মাতা- মমতাজ বেগম। কস্তুরিপাড়া কালিহাতি, টাঙ্গাইল। পাসপোর্ট নম্বর: BX 0564818
পশ্চিমা মদদে ওহাবি মতবাদ প্রচারে অর্থ ঢেলেছে সৌদি আরব -সৌদি যুবরাজ

পশ্চিমা মদদে ওহাবি মতবাদ প্রচারে অর্থ ঢেলেছে সৌদি আরব -সৌদি যুবরাজ

admin March 30, 2018

এক্সপ্রেস ডেস্ক: রাশিয়াকে ঠেকাতে মার্কিনীরা সৌদি আরবকে ওয়াবী মতবাদ প্রচারে অনুরোধ করে, যে কারণে সৌদি আরব বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় অর্থ দেয় বলে দাবি করেছেন সৌদি । যুক্তরাষ্ট্র সফরকালে গত ২২ মার্চ ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। সৌদি প্রিন্স এমন এক সময়ে এই দাবি করলেন যখন ওয়াবীদের সন্ত্রাসবাদের আখড়া হিসেবে চিহ্নিত করেছে পশ্চিমারা। সৌদি আরবের যুবরাজ হওয়ার পর ক্ষমতাধর হয়ে সংস্কারসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে আলোচিত এই যুবরাজ গত ২০ মার্চ যুক্তরাষ্ট্র সফরে যান।


যুবরাজের ভাষ্য, ‘মুসলিম দেশগুলো যেন সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলয়ে চলে না যায়, সেজন্যই গত শতাব্দীর সত্তর দশকে স্নায়ু যুদ্ধের সময় পশ্চিমা মিত্র দেশগুলো সৌদি আরবকে অনুরোধ করেছিল। সেই অনুরোধে বিভিন্ন দেশের মসজিদ-মাদ্রাসায় অর্থ ঢেলে ওয়াহাবি মতাদর্শের বিস্তারে কাজ শুরু করে সৌদি আরব।’


মুসলমানদের প্রধান দুটি বিভক্তির অন্যতম সুন্নিদেরই অংশ ওহাবি মতবাদের প্রতিষ্ঠা পায় অষ্টাদশ শতকে আরবের নজদ থেকে। যার উদ্ভাবক ছিলেন মোহাম্মদ ইবনে আবদ আল ওয়াহাব নামে এক ব্যক্তি। যিনি বার শতকের ইবনে তায়মিয়া’র অনুসারী। ইবনে তায়মিয়া মনে করতেন, রাষ্ট্র ধর্ম দ্বারা পরিচালিত হবে। এছাড়াও তিনি মুক্ত মত চর্চার ঘোর বিরোধী ছিলেন। আর স্নায়ু যুদ্ধের অবসানের পর মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে মাথা চাড়া দিয়ে ওঠে ইসলামী জঙ্গি গোষ্ঠী; যাদের অধিকাংশই ওহাবি মতবাদে বিশ্বাসী। যাদেরকে কোন কোন দেশে সালাফিও বলা হয়।


১ম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্য ভেঙে পশ্চিমাদের হস্তক্ষেপে সৌদি আরব গঠন করে ক্ষমতায় বসে সউদ পরিবার, তখন তাদের সঙ্গে গাঁটছাড়া হয় ওহাবিদের। রাজ পরিবারের অর্থায়ন ও পৃষ্টপোষকতায় বিভিন্ন মুসলিম দেশে ছড়িয়ে পড়ে ওহাবিদের উগ্র মতবাদ, যা এখনও অব্যাহত আছে।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উদ্ধৃতি তুলে ধরে টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, সুন্নিদের উগ্র ওহাবি মতবাদে দীক্ষিত করতে ১৯৭০ থেকে চার দশকে ১ হাজার কোটিরও বেশি ডলার অর্থ ব্যয় করে সৌদি আরব। এই অর্থের ২০ শতাংশের মতো আল কায়দা, তালেবানসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানে ব্যয় হয় বলে ইউরোপের গোয়েন্দাদের বরাত দিয়ে জানায় ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ। ২০১৩ সালে ইউরোপীয় পার্লামেন্ট ওহাবি মতবাদকে ‘বিশ্ব সন্ত্রাসবাদের আখড়া’ হিসেবে চিহ্নিত করে।


যুবরাজ মুহাম্মদ বিন সালমান ওয়াশিংটন পোস্টকে জানাচ্ছেন, ওহাবি মতবাদের প্রচারে অর্থায়ন যে আঙ্গিকে শুরু হয়েছিল, পরে তার নিয়ন্ত্রণহীন হয়ে যায় সৌদি সরকারের। । এখন সরকারের বদলে বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে এই অর্থায়ন হচ্ছে। তার ভাষ্য, যে কাজটি শুরু হয়েছিল সৌদি আরব থেকে, তাতে এখন দূষিত হচ্ছে তারাও। আইএস এর মতো জঙ্গি গোষ্ঠীর আক্রমণের লক্ষ্যবস্তুও হচ্ছে তারা। সূত্র: ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাম, রয়টার্স।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three