মাদকবিরোধী অভিযান: উত্তরাঞ্চলে একরাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬

মাদকবিরোধী অভিযান: উত্তরাঞ্চলে একরাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬

admin May 26, 2018

ডেস্ক রিপোর্ট:
উত্তরাঞ্চলে গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত মাদকবিরোধী অভিযানে পুলিশ ও র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতদের সবাই মাদকব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ ও র‌্যাব। তাদের অধিকাংশের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে মামলা রয়েছে বলেও জানা গেছে। অভিযানের সময় দেশীয় অস্ত্র, গুলি, ইয়াবা, গাঁজা উদ্ধার করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২ টার দিকে জয়পুরহাটরে পাঁচবিবিতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ১ জন, দিনাজপুর সদরের রামসাগর ও বীরগঞ্জ উপজেলায় রাত ৩ টর দিকে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ জন, পাবনায় শনিবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জন, ঠাকুরগাঁওয়ে শনিবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জন এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় শনিবার ভোরে ১ জনসহ মোট ৬ জন মাদকব্যবসায়ী নিহত হয়।


পুলিশের ভাষ্য, উল্লিখিত স্থানে অভিযানের সময় মাদক কারবারিরা পুলিশের উপর পাল্টা আক্রমণ করে। এময় পুলিশও তাদের বিরুদ্ধে পুলিশও পাল্টা আক্রমণ চালালে এসব নিহতের ঘটনা ঘটে।


প্রসঙ্গত, মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধে গত ১৯ মে রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত সারাদেশে অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে। যাদের সবাই মাদক কারবারির সাথে যুক্ত বলে দাবি আইনশৃংখলা বাহিনীর।


অপরদিকে মানবাধিকার সংগঠনগুলো এসব বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের ঘটনা উদ্বেগ প্রকাশ করেছে। এসব ঘটনাকে ‘বিচারবহির্ভূত হত্যা’ হিসেবে বর্ণনা করে তা বন্ধের দাবি জানিয়ে আসছে তারা।

সারাদেশে ৬ দিনে নিহত ৪৫ মাদকব্যবসায়ী

সারাদেশে ৬ দিনে নিহত ৪৫ মাদকব্যবসায়ী

admin May 25, 2018

ডেস্ক রিপোর্ট:


গত বুধবার (২৩ মে) রাত থেকে গতকাল বৃহস্পতিবার (২৪ মে) সকাল পর্যন্ত আইন-শৃংখলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ১০ জন মাদকব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ৬ দিনে কথিত এসব বন্দুকযুদ্ধে নিহত হয় ৪৫ জন।


পুলিশ বলছে, বন্দুকযুদ্ধে নিহত সবাই মাদক চোরাকারবারির সঙ্গে যুক্ত। তাদের অনেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানের সময় তারা অস্ত্র-শস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালানোয় পুলিশও তাদের বিরুদ্ধে পাল্টা গুলি চালায়। এতেই এই নিহতের ঘটনা ঘটে।


এদিকে বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে দেশের মানবাধিকার সংগঠনগুলো। এসব ঘটনাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে তা বন্ধের দাবিও জানিয়েছে তারা।


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, “মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। যে কেউই মাদকব্যবসার সাথে যুক্ত হলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। এই ব্যাপারে কিছুই সহ্য করা হবে না। সে সাংসদ হোক, সরকারি কর্মকর্তা হোক, নিরাপত্তা বাহিনীর কোনও ব্যক্তি হোক।”


তিনি বলেন, “মাদকব্যবসার সাথে সাধারনত সন্ত্রাসী-অস্ত্রবাজরা জড়িত এবং যেখানেই তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে সেখানেই তারা অস্ত্রশস্ত্রসহ আক্রমণ করছে। আক্রমণ করলে তো পাল্টা আক্রমণতো হবেই, সেই কাউন্টার এ্যাটাকেই এ নিহতের ঘটনাগুলো ঘটছে।” মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এসব অভিযান চলছে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতে যাওয়ার ছুটি চেয়ে হজে যাওয়ার ছুটি পেলেন হিন্দু ধর্মাবলম্বী অধ্যাপক!

ভারতে যাওয়ার ছুটি চেয়ে হজে যাওয়ার ছুটি পেলেন হিন্দু ধর্মাবলম্বী অধ্যাপক!

admin May 02, 2018


এক্সপ্রেস ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বী এক অধ্যাপককে হজে যেতে ৫০ দিনের ছুটি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যিনি ভারতে ধর্মীয় উপসনালয় পরিদর্শনের জন্য অবকাশকালীন ছুটির আবেদন জানিয়েছিলেন বলে জানা গেছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-৪ থেকে জারি করা ওই আদেশের স্মারক নং- ৩৭.০০.০০০০.০৮.০১০.৪৩৪। ওই অধ্যাপকের নাম অরুন চন্দ্র বিশ্বাস। তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞানের অধ্যাপক। জারিকৃত ছুটির আদেশে তাকে আগামী ২৫ জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত ৫০ দিন ছুটি দেওয়া হয়।


বিষয়টির সত্যতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মুরশিদা শারমিনের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু জানেন না উল্লেখ করে বলেন, ‘বৃহস্পতিবার অফিসে গিয়ে জেনে বিষয়টি জানাতে পারবো।’


এ বিষয়ে ‘ভারতে ধর্মীয় উপসনালয় পরিদর্শনের জন্য অবকাশকালীন ছুটির আবেদন জানিয়েছিলেন’ উল্লেখ করে অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমি সরকারি আদেশটি আমি দেখেছি। সেখানে ভারতে ছুটিতে যাওয়ার কথা না লিখে হজে যাওয়ার জন্য ছুটি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।’ তিনি বলেন, এটি সম্ভবত মন্ত্রণালয়ের ভুল। কলেজটির অধ্যক্ষ মতিউর রহমান জানান, ‘মন্ত্রণালয় এর আগেও এমন ভুল করেছিল। অরুন চন্দ্রের বিষয়টি আমিসহ অনেকেই জানি’। তিনিও বলেন, এটি সম্ভবত মন্ত্রণালয়ের ভুল।


মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা যে আদেশে অধ্যাপক অরুন চন্দ্রের ছুটি দিয়েছে, ওই আদেশেই নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কালেজের এক সহযোগী অধ্যাপককেও ওমরা পালনের জন্য ১ জুন থেকে ২১ জুন পর্যন্ত ২১ দিন ছুটির আদেশ দেয়। নাছিমা বেগম নামে ওই সহযোগী অধ্যাপক এ বিষয়ে বলেন, ‘আমার ছুটির আদেশনামায় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাসকে হজে যাওয়ার জন্য ছুটি দেওয়া হয়েছে বলে উল্লেখ আছে। আমাদের ছুটির একসঙ্গে আদেশ হলেও আমি ওনাকে চিনি না। তবে হয়তো আমরা একই ক্যাডারের, তাই একসঙ্গে।’

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three