বিশ্বের এই সুন্দরী রাষ্ট্রপতি গুগল সার্চের শীর্ষে, দেখুন ছবিতে

admin December 14, 2018
রংপুর এক্সপ্রেস : পৃথিবীর যতো নারী সরকারপ্রধান আছে তাদের মধ্যে সবচেয়ে সুন্দর প্রেসিডেন্ট বলা হয় তাকে। সম্প্রতি গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে প্রকাশিত ট্রেন্ডিং সার্চের তালিকায় দেখা যায়, ২০১৮ সালে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচকে। রাশিয়া বিশ্বকাপ ফুটবলে স্টেডিয়ামে উপস্থিত হয়ে সাড়া ফেলেছিলেন তিনি। কি আছে তার ছবিতে। কতটা সৌন্দর্য্যের অধিকারী তিনি। সুন্দরী এই প্রেসিডেন্টের আকর্ষণীয় কিছু ছবি-

কোলিন্দা গ্রাবার কিতারোভিচকে শারিরিক পরিমাপ :
উচ্চতা : ৫ ফুট ৮ ইঞ্চি
ওজন : ৭০ কেজি
চুলের রঙ : ব্লোন্ড (স্বর্ণকেশী)
চোখের রঙ : ব্রাউন (বাদামী)
কোমর সাইজ : ২৮ ইঞ্চি
ব্রেস্ট সাইজ : ৩৬ ইঞ্চি
হিপস সাইজ : ৩৬ ইঞ্চি




৫৮টি নিউজ পোর্টাল বন্ধ, কিন্তু কেন?

admin December 10, 2018
নিউজ ডেস্ক, রংপুর এক্সপ্রেস:

৫৮টি ইন্টারনেটভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছে সরকার। গতকাল রবিবার বিকালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের আইআইজিগুলোকে ৫৮টি নিউজ পোর্টাল বন্ধ করার নির্দেশ দেওয়ার পর রাত থেকে সংশ্লিষ্ট সাইটগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়। ইতোমধ্যে এসব নিউজ সাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়তে পারেন :





দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিটিআরসি’র নির্দেশ পাওয়ার পর বিষয়টি দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে সাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।


বন্ধ করা ৫৮টি নিউজ পোর্টালগুলো মধ্যে প্রিয় ডটকম, রাইজিংবিডি ডটকম, পরিবর্তন ডটকম, রিপোর্টবিডি২৪ ডটকম, শীর্ষনিউজ২৪ ডটকম, ঢাকাটাইমস২৪ ডটকম, ওয়াননিউজবিডি ডটনেট, নিউজবিডি৭১ ডটকম, জাস্টনিউজবিডি ডটকম উল্লেখযোগ্য।


Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three