তবে কি ইমরান নিয়াজীই হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী?

admin July 26, 2018

পাকিস্তানে বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো সে দেশের জাতীয় নির্বাচন। ভোটগ্রহণ শেষে চলছে গণনা, আসতে শুরু করেছে ফলাফল। সংসদ নির্বাচনকে ঘিরে সারা দুনিয়ার চোখ এখন পাকিস্তানের দিকে। পাকিস্তানভিত্তিক ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবর দিচ্ছে, এখন পর্যন্ত আসা ফলাফলে এগিয়ে রয়েছে ক্রিকেট বিশ্বের একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার ও পাকিস্তান ক্রিকেট দলের নায়ক ইমরান খান নিয়াজী।


সর্বশেষ আসা ফলাফলে দেশটির জাতীয় এসেম্বলির ১৮১ আসনের মধ্যে ইমরান নিয়াজীর পিটিআই (Pakistan Tehrik-e-Insaf) লাভ করেছে ৬২ টি। নওয়াজ শরীফের Pakistan Muslim League (পিএমএলএন) ৪৩ এবং Pakistan Peoples Party (পিপিপি) পেয়েছে ২৬ টি। আর বাকি অন্যসব দল মোট পেয়েছে ৫০ টি আসন।


ফলে মোটামুটি আশা জেগেছে ইমরান খান নিয়াজীর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে। তিনিই হয়তো হচ্ছেন পাকিস্তানের আগামীর প্রধানমন্ত্রী। অবশ্য তার সাফল্যের বিষয়টি আগে থেকেই অনেকটা নিশ্চিত ছিল। কেননা বলা হচ্ছে, পাকিস্তানের রাজনীতিতে ইমরান নিয়াজীই একমাত্র ব্যক্তিত্ব যার কোন করাপশনের রেকর্ড নেই। অন্য সকল রাজনীতিবিদদের করাপশনের রেকর্ড অনেকটা বিস্তৃত। নির্বাচনের আগেই করাপশনের অভিযোগে দেশটির ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বর্তমানে জেলে আছেন। আরও গুঞ্জন আছে, দেশটির সর্বময় ক্ষমতায় থাকা স্বশস্ত্র সেনাবাহিনীর সুদৃষ্টি আছে ইমরান ও তার দলের উপর।


এক সময়ের ক্রিক্রেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ইমরান খান ও বর্তমান তেহরিক ই ইনসাফের প্রধান ইমরান খানের পুরো নাম ইমরান খান নিয়াজী। তাঁরই অধিনায়কত্বে ১৯৯২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ জয় করে পাকিস্তান ক্রিকেট দল।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three