রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট ঘোষণা করা হয়।
ইউপি চেয়ারম্যান আনছার আলী’র সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন এলজিএসপি-৩ রংপুরের জেলা ফ্যাসিলেটর নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলী, সাবেক অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল প্রমূখ।
এছাড়াও ইউপি সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ি, শিক্ষক, সাংবাদিকসহ সূধীবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০১৯-২০২০ অর্থবছরে ৫ কোটি ৯৫ লক্ষ ৭৬ হাজার ৪ শত ৪০ টাকার বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব আকরাম হোসেন।
বাজেট সভায় চলতি অর্থবছরের আয়-ব্যয় হিসাব পর্যালোচনা শেষে পরবর্তী ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। আগামী অর্থবছরের এ বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি উন্নয়ন ব্যবস্থাপনা, পয়ঃ নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাসহ সামাজিক উন্নয়ন গুরুত্ব পায়।