Showing posts with label রাহুল গান্ধী. Show all posts
Showing posts with label রাহুল গান্ধী. Show all posts
পদত্যাগ করছেন রাহুল গান্ধী?

পদত্যাগ করছেন রাহুল গান্ধী?

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে  কংগ্রেসের। এমন কী সভাপতি রাহুল গান্ধী দুটি আসনে প্রদিদ্বন্ধীতা করে একটিতে হেরেছেন। দলের ভয়াবহ পরাজয়ের দায় স্বীকার করে পদত্যাগ করতে পারেন রাহুল গান্ধী বলে জানিয়েছেন দলের একজন।


ভোটের ফল পর্যালোচনা করতে শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বৈঠকে বসবে দিল্লিতে। সেখানেই রাহুল পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন দলের ওই সদস্য।


দ্য ইকোনোমিক টাইমস জানায়, দেশজুড়ে কংগ্রেসের খারাপ ফলের পর দলের হাল ধরা নিয়ে এরই মধ্যে দলের ভেতরেই গুঞ্জন শুরু হয়েছে। দলের নানা স্তর থেকে গোপনে রাহুলের সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে তার নেতৃত্ব নিয়েও। দলের অনেক নেতা তাদের পদত্যাগপত্রও পাঠাচ্ছেন।


এরই মধ্যে পদত্যাগ করেছেন ওড়িশার কংগ্রেস সভাপতি নিরঞ্জন পট্টনায়ক এবং উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বাব্বর। এছাড়া কর্নাটকে দলের প্রচারের দায়িত্ব থাকা এইচ কে পাটিলও পদত্যাগ করেছেন।


এ পরিস্থিতির মধ্যেই নির্বাচনে পরাজয়ের সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়ে দলের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছার কথা বলেছেন রাহুল। মা সোনিয়া গান্ধীসহ ঊর্ধ্বতন কংগ্রেস নেতাদের কাছেও পদত্যাগ করার কথা বলেছেন তিনি।

সন্ত্রাসবাদে ইন্ধনের অভিযোগে রাহুলের বিরুদ্ধে মামলা

সন্ত্রাসবাদে ইন্ধনের অভিযোগে রাহুলের বিরুদ্ধে মামলা

admin August 26, 2018

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসবাদে ইন্ধন দেওয়ার অভিযোগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিহারের মুজাফ্ফরপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের হয়েছে। এতে রাহুল গান্ধীর বিরুদ্ধে সন্ত্রাসবাদে ইন্ধনের পাশাপাশি দেশের সম্মানহানির অভিযোগ এনেছেন জনৈক ব্যক্তি। আগামী ৪ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা। খবর জি নিউজ চব্বিশ ঘণ্টার।


খবরে বলা হচ্ছে, সুধীর কুমার ওঝা নামে এক জনৈক আইনজীবীর দায়ের করা ওই মামলায় রাহুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার জার্মানিতে এক আলোচনাসভায় রাহুল গান্ধী বলেন, 'দেশের প্রত্যেক নাগরিককে উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা না হলে আইএস-এর মতো সংগঠন তৈরি হতেই পারে।' রাহুল গান্ধীর এই মন্তব্য সন্ত্রাসবাদকে ইন্ধনের সামিল বলে দাবি অভিযোগকারীর।



[অপ্রতিরোধ্য অগ্রগতি: একুশ শতকেই অর্ধ দুনিয়া থাকবে চীনের হাতে]


একই সঙ্গে রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতির সম্মানহানির অভিযোগ এনেছেন ওই ব্যক্তি। মামলাকারীর দাবি, ভারতে নারী নির্যাতনের জন্য এদেশের সংস্কৃতিকে দায়ী করেছেন রাহুল গান্ধী। যা এদেশের সংস্কৃতিকে অপমানের সামিল। একই সঙ্গে বিদেশের মাটিতে রাহুল ভারতের মাথা হেঁট করে দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।


বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানে একাধিক আলোচনাসভায় অংশগ্রহণ করেন তিনি। সেখানেই রাহুল গান্ধীর নানা মন্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার লন্ডনে এক আলোচনাসভায় আরএসএসকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করেন রাহুল। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three