তেঁতুলিয়া, পঞ্চগড়: ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন করেছে আওয়ামী যুবলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২১ আগষ্ট) সন্ধায় উপজেলার ভজনপুর এলাকায় মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদ জানায় এবং গ্রেনেড হামলায় জড়িতের বিচার সম্পন্ন ও রায় কার্যকরের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন- অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ ডি ফজলু, সিনিয়র সহ সভাপতি সাবেক প্রধান শিক্ষক কফিল উদ্দীন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আলীমুল রাজী, তেঁতুলিয়া উপজেলা যুবলীগ সদস্য নাছির উদ্দীন লিটন, রেজাউল, প্রদীপ, বুড়াবুড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি সলাইমান বাদশা, ভজনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আফসার আলী, সাধারণ সম্পাদক মমতাজ আলী ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুদ্দিন মানিক প্রমূখ।