Showing posts with label নীলফামারী. Show all posts
Showing posts with label নীলফামারী. Show all posts
সৈয়দপুরে সাঁতার প্রতিযোগিতা করতে গিয়ে ২ শিশু নিহত

সৈয়দপুরে সাঁতার প্রতিযোগিতা করতে গিয়ে ২ শিশু নিহত

admin June 15, 2019

নীলফামারী প্রতিনিধি:
সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে সাঁতারের প্রতিযোগিতা করতে গিয়ে কুরবান আলী (১০) ও মেরাজ আলী (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শহররক্ষা বাঁধ সংলগ্ন বুড়ির কুড়া এলাকায় এ ঘটনা ঘটে।


সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কুরবান আলী উপজেলা শহরের কাজিপাড়া গ্রামের বাদল হোসেনের ছেলে। মেরাজ আলী একই এলাকার আবেদ আলীর ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুরবান ও মেরাজসহ একদল শিশু ঘটনাস্থলের কাছের একটি জাম গাছে ওঠে। এরপর তারা সাঁতরে নদী পার হয়ে ওপারের বট গাছে উঠবে, এমন প্রতিযোগিতায় করে। প্রথমে কুরবান ও মেরাজ নদীতে নামে। তারা নদীর মাঝখানে গিয়ে ডুবে যায়।


এ সময় অন্য বন্ধুরা তাদেরকে বাঁচাতে গিয়ে ব্যর্থ হয়ে তীরে উঠে চিৎকার করতে থাকে। পথচারীরা ছুটে এসে ওই দুজনকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকিয়া সুলতানা তাদেরকে মৃত ঘোষণা করেন।

নীলফামারীর ডিমলায় এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা‌

নীলফামারীর ডিমলায় এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা‌

admin June 05, 2019

নীলফামারী প্রতিনিধি:
মোটরসাইকেলের ধাক্কায় আহত এক শিশুর চিকিৎসার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নীলফামারীর ডিমলা উপজেলার পল্লীতে মঞ্জুরুল ইসলাম (৫০) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে আজ বুধবার (৫ জুন) ঈদের দিন দুপুরে জেলার মর্গে ময়নাতদন্ত করেছে।


এ ঘটনায় হত্যার শিকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী আশেদা বেগম বাদী হয়ে নায়ীয় ১৫ জন ও অজ্ঞাত দুই সহ ১৭ জনের নামে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। নিহত মঞ্জুরুল ইসলাম ডিমলা উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের দক্ষিন ঝুনাগাছ চাঁপানী গ্রামের চাকলাপাড়ার মৃত নলেয়া মামুদের ছেলে।


মামলা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৪ জুন) বিকালে উক্ত গ্রামে অজ্ঞাত দুই ব্যাক্তি মোটরসাইকেল যোগে গ্রামের মৃত ছকিমুদ্দিনের ছেলে নাসির হোসেন রিয়াদের বাড়িতে বেড়াতে আসে। আসার পথে অজ্ঞাত ওই দুই ব্যাক্তির মোটরসাইকেলের ধাক্কায় আহত হয় একই গ্রামের রবিউল ইসলামের চার বছরের শিশু মেয়ে রিয়া। গ্রামবাসীর সঙ্গে উক্ত মঞ্জুরুল ইসলাম ও উক্ত মোটরসাইকেল আরোহীদের কাছে শিশুটির চিকিৎসার জন্য টাকা দাবি করে।


‘খবর পেয়ে নাসির হোসেন রিয়াদ লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে মোটরসাইকেল সহ তার দুই আত্মীয়কে তার বাড়িতে পাঠিয়ে দিয়ে গ্রামবাসীর উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে নিহত হয় মঞ্জুরুল ইসলাম।’


ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়। আসামীরা সকলে পলাতক। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সৈয়দপুরের ঈদ বাজারে ‘ফাগুন বউয়ের শাড়ি’

সৈয়দপুরের ঈদ বাজারে ‘ফাগুন বউয়ের শাড়ি’

admin June 02, 2019

নীলফামারী প্রতিনিধি:
ঈদুল ফিতর উপলক্ষে প্রতিনিয়ত বিপনীবিতানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েই চলেছে। প্রতিবারের ঈদে পাওয়া যাচ্ছে ভারতীয় বিভিন্ন সিরিয়ালের নামে শাড়ি ও থ্রি-পিস। নীলফামারীর সৈয়দপুর শহরের ঈদ বাজারে বিভিন্ন পোশাকের মধ্যে ফাগুন বউ নামের শাড়ির ব্যাপক বিক্রি হচ্ছে।


সরেজমিনে জানা যায়, ভারতের ফাগুন বউয়ের পসরা এখন সৈয়দপুরে। ভারতীয় চ্যানেল স্টার জলসায় ফাগুন বউ নামে একটি ধারাবাহিক নাটক চলছে সেই নাটকের নামে এই শাড়ির নামকরণ করা হয়েছে। সৈয়দপুরে এসব শাড়ি কিনতে নারীরা আসছেন দিনাজপুর জেলার খানসামা উপজেলা, চিরিরবন্দর উপজেলা,পার্বতিপুর উপজেলা, নীলফামারী জেলার জলঢাকা উপজেলা, ডোমার উপজেলা,ডিমলা, কিশোরীগঞ্জ উপজেলাসহ রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়।


এছাড়া শিল্প-বাণিজ্যের ব্যস্ততম শহর সৈয়দপুর উপজেলা।এ শহরে খুচরা, পাইকারি পোশাক ও থান কাপড়ের অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। ক্রেতা সাধারণের উপচেপড়া ভিড়ও রয়েছে। এখানে বেশকিছু প্রতিষ্ঠানে স্বল্প মূল্যেও পোশাক পাওয়া যাচ্ছে।


দিনাজপুরের পাবর্তীপুর শহর থেকে সৈয়দপুর প্লাজায় সুপার মার্কেটে আসা একজন বলেন, সৈয়দপুরে কেনাকাটার পরিবেশটা অত্যন্ত ভাল। ঈদ বাজার বলেই ভিড় প্রচুর। তবে এখানে সাশ্রয়ী দামে সব পোশাক কিনতে পাওয়া যায়।


এই মার্কেটগুলোতে সারারাত বেচাবিক্রি চলে। বাজারে তাঁত, কাতান, জামদানি ও বুটিক শাড়ি ছাড়াও মেয়েদের গাউন, থ্রি-পিস তো আছেই। তবে শাড়ি-কাপড়ের দোকানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ফাগুন বউ শাড়ি। এ শাড়ির দাম আট হাজার টাকা।


সৈয়দপুর ঈদ বাজারে বেচা-কেনা বেড়ে যাওয়ায় দোকানিগণ সারা রাত ধরে জনস্বার্থে খোলা রাখছেন তাদের প্রতিষ্ঠানটি। শহরে নিরাপত্তা জোরদার থাকায় আশপাশের উপজেলা থেকে ক্রেতা সাধারণ তাদের চাহিদামত পোশাক কিনে বাড়ি ফিরছেন।


অন্যদিকে নিউ ক্লথ মার্কেট, পৌর বাজার, শেরেবাংলা সড়কের শিল্প সাহিত্য সংসদের সুপার মার্কেট, এসআর প্লাজা, শহীদ ডা. জিকরুল হক সড়কের পৌর মার্কেট, কারখানা গেট বাজার, ক্যান্ট বাজার, সবখানে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।


নিউ ক্লথ মার্কেটের বিভিন্ন দোকানে ভারতীয় পাঞ্জাবির ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। ১২শ টাকা থেকে শুরু ১০ হাজার টাকা মূল্যের পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে ওই প্রতিষ্ঠানে।

নীলফামারীতে পুলিশের পক্ষ থেকে হতদরিদ্রদের ঈদসামগ্রী বিতরণ

নীলফামারীতে পুলিশের পক্ষ থেকে হতদরিদ্রদের ঈদসামগ্রী বিতরণ

admin June 02, 2019

নীলফামারী প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নীলফামারীতে হতদরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা পুলিশ প্রশাসন।


শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে পাঁচশত মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী, শার্ট ও সেমাই-চিনি তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।


এসময় অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, রহুল আমিন, সদর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জলঢাকায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সহায়তা প্রচেষ্টা

জলঢাকায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সহায়তা প্রচেষ্টা

admin June 02, 2019

নীলফামারী প্রতিনিধি:
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তা প্রচেষ্টা করায় নীলফামারীর জলঢাকায় ৪ যুবককে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।


শনিবার দুপুরে গ্রেফতারকৃত ৩ যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সুজাউদ্দৌলা।


সাজাপ্রাপ্তরা হলেন, জলঢাকা উপজেলার মীরগঞ্জ নিজপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে সাদেকুল ইসলাম, নীলফামারী সদর কচুকাটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শামীম হোসেন ও কিশোরগঞ্জ উপজেলার ডোংগা গ্রামের মোহাম্মদ আলী সরকারের ছেলে রফিকুল ইসলাম।তাদের প্রত্যেকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


অপরদিকে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম এলাকার সত্যেন্দ্র সরকারের ছেলে চয়ন সরকারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে পৌরশহরের মহিলা কলেজ সংলগ্ন একটি বাসা থেকে ওই ৪ যুবককে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে অপরাধ কাজে ব্যবহারের জন্য ১০ টি মোবাইল সেট, সিমকার্ড ও ইলেক্ট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়। সাজাপ্রাপ্তরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র।


অপরাধীদেরকে শুক্রবার ভোরে আটক করা হলেও শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে দেওয়ার বিষয়ে জানতে চাইলে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে আরো কিছু তথ্য জানার জন্য আমাদের অভিযান অব্যাহত ছিল। শনিবার দুপুর পর্যন্ত অভিযান শেষ করে ভ্রাম্যমান আদালতে দেওয়া হয়েছে।


তিনি আরো বলেন, শুক্রবার অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের সহায়তা প্রচেষ্টার অভিযোগ থাকায় তাদের প্রত্যেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা ও জরিমানা প্রদান করা হয়েছে।

নীলফামারীতে তৃতীয় লিঙ্গের মানুষদের পুনর্বাসনে জেলা পুলিশ

নীলফামারীতে তৃতীয় লিঙ্গের মানুষদের পুনর্বাসনে জেলা পুলিশ

admin May 29, 2019

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে তৃতীয় লিঙ্গের মানুষদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। ইতোমধ্যে এসব মানুষদের পরিসংখ্যান করে একটি ডাটাবেইজ তৈরি করা হয়েছে। তারা যাতে সমাজের মূল স্রোতে প্রবেশ করে নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারেন, সে লক্ষ্যে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান (বিপিএম-বার, পিপিএম-বার) কাজ করছেন। তারই পরিকল্পনা বাস্তবায়নে নীলফামারীতেও চলছে উদ্যোগ বাস্তবায়ন।


পুলিশ কর্মকর্তারা বলছেন, তৃতীয় লিঙ্গের এসব মানুষদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন আয়বর্ধক মুলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে। এজন্য সমাজ সেবা অধিদপ্তরের তত্বাবধানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে তাদের।


রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া তৃতীয় লিঙ্গের মানুষ নীলফামারী শহরের হাড়োয়া এলাকার কাজল মিয়া বলেন, ‘আমরা অবহেলিত থাকবো কেন, আমরাও তো ভালোবাসা পাওয়ার যোগ্য। আমরাও শিক্ষিত, বিদ্যা-বুদ্ধি সবই আছে।’ তাহলে আমরা বঞ্চিত কেন’। আমরা রাস্তায় হাঁটলে অন্যভাবে দেখা হয়, বলা হয় ওই যে হিজড়া যাচ্ছে’। আমরা এর-ওর কাছে দু’চার পয়সা নিয়ে খেয়ে বাঁচি থাকি।


তার দাবি, একবার আমাদের সুযোগ দিয়ে দ্যাখেন। আমরা করতে পারি কি-না। আমরাও অনেক ভালো করতে পারবো। আমরা খুঁজে খেতে চাই না। জননেত্রী শেখ হাসিনা আমাদের অনেক সুযোগ করে দিয়েছেন।


ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের সোনাখুলি গ্রামের আব্দুর রহিম বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের টাইটেল দিয়েছেন ‘তৃতীয় লিঙ্গ’। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই।


কিন্তু আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, আমাদের হিজড়া বলে টিজ করা হয়। আমরা ভয় দেখিয়ে খাই না, বাচ্চাদের নাচিয়ে খাই। আমাদেরকে সমাজে ঘৃণা করা হচ্ছে। অথচ জনগণের টাকা দিয়েই কিন্তু আমরা বেঁচে আছি। এ জন্য পুলিশ যে উদ্যোগ নিয়েছে নিশ্চয় আমাদের পরিবর্তন ঘটবে।


নীলফামারী পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, জেলার ছয় উপজেলায় ৫০ জনের তালিকা করা হয়েছে। এরমধ্যে নীলফামারী সদরে ৫জন, সৈয়দপুরে ১৩জন, জলঢাকায় ২জন, ডোমারে ৫জন এবং কিশোরগঞ্জে ২৫ জন রয়েছেন।


পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, তৃতীয় লিঙ্গের এসব মানুষদের সাথে কথা বলে আমরা দেখেছি, তারা কাজ করে জীবিকা নির্বাহ করতে চায়। মনোবল ও আগ্রহ রয়েছে তাদের মধ্যে। শুধু তদারকি এবং কর্মক্ষেত্র তৈরি করে দিতে পারলে সেটা সম্ভব।


এসপি আশরাফ পিপিএম বলেন, তারা যেভাবে উপার্জন করে চলেন এটি কোন সঠিক পথ নয়। তাদের পেশাগত জীবনে ফিরে আনার পরিকল্পনা বাস্তবায়নে এখন চ্যালেঞ্জ। এজন্য আমরা এসব মানুষদের যোগ্যতা চাহিদা অনুযায়ী আয় বর্ধক কাজে সম্পৃক্ত করার চেষ্টা করছি। এজন্য সমাজ সেবা অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসুচী রয়েছে, সেখানে তাদের সম্পৃক্ত করা হবে। যা ইতোমধ্যে শুরু হয়েছে।


তিনি বলেন, মুলত পুলিশ হেডকোয়ার্টাসের ডিআইজি (প্রশাসন ও শৃঙ্খলা) ও সদ্য বদলী হওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে নীলফামারীতে কাজ শুরু করা হয়। তিনি উত্তোরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও। ঢাকায় বিউটি পার্লার, গার্মেন্টসসহ বিভিন্ন কর্মক্ষেত্র তৈরি করেছেন স্যার। এসব প্রতিষ্ঠানে ভালো করছেন পিছিয়ে থাকা এসব মানুষরা।


সম্প্রতি নীলফামারীতে তৃতীয় লিঙ্গের এসব মানুষদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিআইজি হাবিবুর রহমান। দিয়েছেন শুভেচ্ছা উপহারও।


নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হিজড়াদের স্বীকৃতি দিয়েছেন। রাষ্ট্রীয় ভাবে তাদের তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে পরিচয় প্রদান করেছেন। অন্য কেউ কিন্তু এদের নিয়ে ভাবেনি। তিনি বলেন, এসব মানুষদের জীবন মান উন্নয়নে সরকার কাজ করছে। সহযোগীতা পেলে স্বাভাবিক মানুষগুলোর মত স্বাভাবিক জীবনেও তারা ফিরতে পারবে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three