Showing posts with label সংবর্ধনা. Show all posts
Showing posts with label সংবর্ধনা. Show all posts
সাপাহারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সাপাহারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

admin August 27, 2018

নওগাঁ: নওগাঁর সাপাহারে প্রতি বছরের ন্যায় উপজেলার সকল জিপিএ-৫ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবান জ্ঞাপন করে শিক্ষার্থীদের মাঝে নওগাঁ জেলায় মেডিকেল কলেজের অনুমোদনের সু-খবর দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী, সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী, সমাজ সেবী সাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক, শিক্ষার্থী, সূধীজন, গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।


বক্তব্য শেষে প্রধান অতিথি প্রতিবন্দ্বী শিক্ষার্থীদের মাঝে বেশ কিছু হুইল চেয়ার সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন ও উপজেলার প্রাথমিক পর্যায়ে পিইসি ও এবতেদায়ি-১৯১ জন, মাধ্যমিক পর্যায়ে জেএসসি ও জেডিসি-৩৯১ জন, এসএসসি ও দাখিল-২১৩ জন, উচ্চমাধ্যমিক পর্যায়ে এইচএসসি ৪৪জন, স্নাতক ও স্নাতোত্তর পর্যায়ে আদিবাসী ৭৭ মাধ্যমিক ১১১ ও প্রাথমিক পর্যায়ে ১৪৫ জন সহ মোট ১হাজার ১শ ৭২ জন শিক্ষর্থীকে সংবর্ধনা হিসেবে একটি করে ক্রেস্ট প্রদান করেন।

রাণীশংকৈলে তিন কৃতি সন্তানকে এলাকাবাসীর সংবর্ধনা

রাণীশংকৈলে তিন কৃতি সন্তানকে এলাকাবাসীর সংবর্ধনা

admin August 27, 2018

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল পৌসভাধীন রংপুরিয়া বাজার এলাকার তিন কৃতি সন্তানকে সংবর্ধনা দিলেন এলাকাবাসি। গতকাল রবিবার  রাতে রংপুরিয়া বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান চাল কল মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সইদুল হক প্রধান অতিথির বক্তব্য দেন। এসময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভপতি মো. জাহাঙ্গীর আলম সরকার, শিক্ষক এনামুল হক প্রমুখ।
রংপুরিয়া বাজারের মো. আইনুল হকের ছেলে আহসান হাবিব গত ২রা এপ্রিল নিজ বাড়ি থেকে রওয়ানা বাইসাইকেল যোগে বাংলাদেশের ৬৪টি জেলা সফলতার সাথে ভ্রমণ করায় তাকে এলাকাবাসি সংবর্ধনা দেয়। এদিকে একই এলাকার হাসির মুন্সি ওরফে হাসেন মুন্সির ছেলে মশিউর রহমান ৩৬তম বিসিএস এ কৃতকার্য হওয়ায় তিনিও সংবর্ধনা পান এলাকাবাসির পক্ষ থেকে। অপরদিকে মৃত মনিরউদ্দিনের ছেলে আলমগীর হোসেন বিসিএস এ অধ্যায়নরত থাকায় তাকেও সংবর্ধনা দেওয়া হয় ওই অনুষ্ঠানে।

সামাজিক উন্নয়নে অবদান: হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

সামাজিক উন্নয়নে অবদান: হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

admin March 30, 2018

লালমনিরহাট: সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আতিয়ার রহমানকে গতকাল গণসংবর্ধনা দিয়েছেন ইউনিয়নবাসী। লালমনিরহাট জেলা পরিষদ সদস্য হাসান মেহেদী অপনের সভাপতিত্বে উক্ত গণসংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।


এ সময় আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য আব্দুল মজিদ, ফারুক হোসেন ফুল্টন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাসেম প্রমুখ। এর আগে গতকাল বিকেলে এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুন:রায় ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। সংবর্ধনা অনুষ্ঠানের পরে সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।


প্রসঙ্গত, আতিয়ার রহমান আতি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা হিসেবে এলাকায় পরিচিত। বিগত ইউপি নিবার্চনে বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করে। আতিয়ার রহমান আতি ২০১৭ সালের ১৭ আগস্ট মাদার তেরেসা স্বর্ণপদক ও ওই বছরেই জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হয়ে শেরে-ই-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও আতিয়ার রহমান সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় আর্ন্তজাতিক মাতৃভাষা ও জীবনান্দ দাশ‘র জন্ম বার্ষিকী উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নামী শিল্পীদের সমন্বয়ে গত ২৬ ফেব্রুয়ারি সম্মননা স্মৃতি স্বারকও পেয়েছেন।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three