Showing posts with label হজ. Show all posts
Showing posts with label হজ. Show all posts
চলতি বছরের হজের টিকিট বিক্রি শুরু

চলতি বছরের হজের টিকিট বিক্রি শুরু

admin May 21, 2019

অনলাইন ডেস্ক:
চলতি বছরের হজযাত্রীদের জন্য টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে দেশের রাষ্ট্রায়াত্ত বিমান পরিবহন প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার বিমানের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু করবে রাষ্ট্রায়াত্ত বিমান পরিবহন প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট শুরুর পর ৩২ দিনে মোট ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্স প্রতিষ্ঠানটি। প্রি-হজ ফ্লাইট শেষ হবে আগামী ৫ আগস্ট। আবার ১৭ আগস্ট থেকে শুরু হবে ফিরতি হজ ফ্লাইট। শেষ হবে ১৪ সেপ্টেম্বর। এবার হজ ফ্লাইটের জন্য নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার করবে বিমান।


জানা যায়, এ বছর হজের উদ্দেশ্যে রওনা দেবেন মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান। এ বছর ঢাকা থেকে মদীনায় ১১টি, চট্টগ্রাম থেকে জেদ্দায় ১০টি, সিলেট থেকে জেদ্দায় ৩টি, চট্টগ্রাম থেকে মদীনায় ৭টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করা হবে। পাশাপাশি ঢাকা থেকে জেদ্দায় ১২৬টি ফ্লাইট পরিচালনা করা হবে।


এবারে নির্ধারিত শিডিউলের বাইরে অতিরিক্ত কোনো স্লট দেবে না বলে জানিয়েছে সৌদি সরকার। এর ফলে অতিরিক্ত স্লটের জটিলতা এড়াতে এ বছর যাত্রীদের হজ ফ্লাইটের যাত্রা বাতিল বা সময় পরিবর্তনে জরিমানার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে বিমান। এ ক্ষেত্রে যাত্রা বাতিল করতে হলে ৩৫০ ইউএস ডলার বা ২৯ হাজার টাকা ও যাত্রা তারিখ পরিবর্তনের ক্ষেত্রে সময় ভেদে ২শ থেকে ৩শ ডলার বা ১৬ থেকে ২৫ হাজার পর্যন্ত টাকা দিতে হবে।

হজ শেষে নিজ দেশে ফেরা শুরু হাজিদের

হজ শেষে নিজ দেশে ফেরা শুরু হাজিদের

admin August 28, 2018

রংপুর এক্সপ্রেস ডেস্ক: হজের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে হাজিদের দেশে ফেরাতে ফিরতি হজ ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটে ৪২৯ জন হাজি দেশে ফিরেছেন। এদিন রাত ১১টা ২০ মিনিটে বিজি-৪০১২ ফ্লাইটে হাজিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।


এর আগে রোববার রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪শ জন হাজি দেশে আসেন। ওই ফ্লাইটে ঘণ্টাখানেক বিলম্বে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন হাজিরা। সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি গত রোববার দিনগত রাত ২ টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সেটি রাত ৩ টা ১৯ মিনিটে এসে পৌঁছায়। ফ্লাইটটিতে ছিলেন ৪শ জন হাজি। বছরের প্রথম ফিরতি হজ ফ্লাইটে যাত্রাপথে বিলম্ব ছাড়া অন্য কোনো অভিযোগ নেই হাজিদের।


ফাহাদ হোসেন নামে ওই ফ্লাইটের এক হাজি বলেন, সৌদি আরবের কিংস আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এক বাংলাদেশি হাজি অসুস্থ হওয়ায় সোয়া এক ঘণ্টা দেরিতে প্লেন যাত্রা শুরু করে। আল্লাহর রহমতে হজ পালন শেষে দেশে ফিরে এসেছি তেমন কোনো সমস্যা হয়নি।


বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ, মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রমুখ। এ সময় হাজিদের পবিত্র জমজম কুয়ার পানি সরবরাহ করা হয়। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, হাজিদের ফিরতি ফ্লাইট নির্বিঘ্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরব ও ঢাকাস্থ অফিস সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। হজ ফ্লাইট শেষ হবে ২৭ সেপ্টেম্বর।


প্রসঙ্গত, এবার বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব গেছেন।

ভারতে যাওয়ার ছুটি চেয়ে হজে যাওয়ার ছুটি পেলেন হিন্দু ধর্মাবলম্বী অধ্যাপক!

ভারতে যাওয়ার ছুটি চেয়ে হজে যাওয়ার ছুটি পেলেন হিন্দু ধর্মাবলম্বী অধ্যাপক!

admin May 02, 2018


এক্সপ্রেস ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বী এক অধ্যাপককে হজে যেতে ৫০ দিনের ছুটি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যিনি ভারতে ধর্মীয় উপসনালয় পরিদর্শনের জন্য অবকাশকালীন ছুটির আবেদন জানিয়েছিলেন বলে জানা গেছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-৪ থেকে জারি করা ওই আদেশের স্মারক নং- ৩৭.০০.০০০০.০৮.০১০.৪৩৪। ওই অধ্যাপকের নাম অরুন চন্দ্র বিশ্বাস। তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞানের অধ্যাপক। জারিকৃত ছুটির আদেশে তাকে আগামী ২৫ জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত ৫০ দিন ছুটি দেওয়া হয়।


বিষয়টির সত্যতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মুরশিদা শারমিনের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু জানেন না উল্লেখ করে বলেন, ‘বৃহস্পতিবার অফিসে গিয়ে জেনে বিষয়টি জানাতে পারবো।’


এ বিষয়ে ‘ভারতে ধর্মীয় উপসনালয় পরিদর্শনের জন্য অবকাশকালীন ছুটির আবেদন জানিয়েছিলেন’ উল্লেখ করে অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমি সরকারি আদেশটি আমি দেখেছি। সেখানে ভারতে ছুটিতে যাওয়ার কথা না লিখে হজে যাওয়ার জন্য ছুটি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।’ তিনি বলেন, এটি সম্ভবত মন্ত্রণালয়ের ভুল। কলেজটির অধ্যক্ষ মতিউর রহমান জানান, ‘মন্ত্রণালয় এর আগেও এমন ভুল করেছিল। অরুন চন্দ্রের বিষয়টি আমিসহ অনেকেই জানি’। তিনিও বলেন, এটি সম্ভবত মন্ত্রণালয়ের ভুল।


মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা যে আদেশে অধ্যাপক অরুন চন্দ্রের ছুটি দিয়েছে, ওই আদেশেই নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কালেজের এক সহযোগী অধ্যাপককেও ওমরা পালনের জন্য ১ জুন থেকে ২১ জুন পর্যন্ত ২১ দিন ছুটির আদেশ দেয়। নাছিমা বেগম নামে ওই সহযোগী অধ্যাপক এ বিষয়ে বলেন, ‘আমার ছুটির আদেশনামায় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাসকে হজে যাওয়ার জন্য ছুটি দেওয়া হয়েছে বলে উল্লেখ আছে। আমাদের ছুটির একসঙ্গে আদেশ হলেও আমি ওনাকে চিনি না। তবে হয়তো আমরা একই ক্যাডারের, তাই একসঙ্গে।’

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three