রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দক্ষিণ আমেরিকার ফুটবল চ্যাম্পিয়নশিপ কোপা আমেরিকায় আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে হট ফেবারিট ব্রাজিল। ঘরের মাঠ সালভাদরের ফন্তে নোভায় নেইমারবিহীণ তিতের দলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় সকাল সাড়ে ছটায় শুরু হবে ‘এ’ গ্রুপের ম্যাচটি। পা মচকে নেইমার নেই দেশের মাটিতে কোপা আমেরিকায়।
তবে প্রথম ম্যাচে সেই অভাব বুঝতে দেয়নি ব্রাজিল দলের আক্রমনভাগ। নেইমারের জায়গায় খেলতে নামা তরুণ রিশার্লিসনের সঙ্গে অভিজ্ঞ রবের্তো ফিরমিনো, চিয়াগো সিলভা ও ফিলিপে কৌতিনিয়োরার চমৎকার বোঝাপড়ায় ৩-০’তে উদ্বোধনী ম্যাচ জেতে তিতের দল।
গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের সামনে আজ অপেক্ষাকৃত দুর্বল দল ভেনেজুয়েলা। যাদের বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচের চারটি জিতে অন্য দুটি ড্র করেছে বিশ্বকাপে রেকর্ড পাঁচবার আর দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপে তৃতীয় সর্বাধিক আটবার শিরোপা জেতা ব্রাজিল।
বিশ্বকাপে এখনো খেলার সুযোগ তৈরি করতে না পারা ভেনেজুয়েলা ‘এ’ গ্রুপে ১০ জনের দল হয়েও আটকে দেয় পেরুর জয়। ব্রাজিলের বিপক্ষে ২৪ ম্যাচে ২০০৮ সালে একবারই জয়ের দেখা পায় ক্যারিবিয়ান দেশটি।
ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দেখবেন যে চ্যানেলে: এই ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি ইএসপিন প্লাস ও বেইন স্পোর্টস চ্যানেলে।