Rangpurexpress24:
ফেসবুকের জনক Mark Zuckerberg তার এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে নির্ভুল করতে নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন বলে জানা গেছে। এছাড়া বর্তমানের থেকে ফেসবুককে আরো ডেভেলপ করার কাজ করছেনও তিনি। গত ৯ বছর থেকে বছরের শুরুতে নিজের জন্য ‘চ্যালেঞ্জ’ ঠিক করে আসছেন ফেইসবুকের এই প্রতিষ্ঠাতা ও সিইও। এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য ঘোরার চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। আর এরই ধারবাহিকতায় এবছর ফেসবুককে উন্নত করার দিকে এগুচ্ছেন এই কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার।
কিছুদিন থেকে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ ব্যবহৃত এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি নিয়ে বিতর্ক চলছে বিভিন্ন দেশে ভুয়া সংবাদ ছড়ানো নিয়ে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ভুয়া সংবাদ ছড়ানোর পর ‘প্রশ্নবিদ্ধ’ হয়েছে ফেসবুক। ওইসময় রাশিয়ার সঙ্গে যুক্ত রাজনৈতিক বিজ্ঞাপন ব্যাপক প্রচারিত হওয়ায় বেশি সমালোচিত হয় এটি।