মেডিকেল কলেজে সুযোগ পেয়েও ভর্তি হতে পারছে না লালমনিরহাটের আরিফুল

admin October 12, 2018

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি হতে পারছে না লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আরিফুল ইসলাম। ভর্তি পরীক্ষার মেধা তালিকায় তার অবস্থান ৩০৩ তম। তার এমন সাফল্যে পরিবারে নেই কোনো আনন্দ। ছেলে মেডিকেলে সুযোগ পাওয়ায় বেশি দুশ্চিন্তায় পড়েছেন আরিফুলের বাবা-মা। কারণ ছেলেকে মেডিকেলে পড়ানোর সামর্থ্য তাদের নেই।

আরিফুল ইসলাম হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের ওসমান গণি ও আনজুয়ারা বেগমের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। ছোট ভাই চট্টগ্রামের একটি হাফিজিয়া মাদরাসায় পড়াশুনা করে। ওসমান গণি স্থানীয় দইখাওয়া বাজারে কখনও দর্জি আবার কখনও দিনমজুরির কাজ করেন। বাজারে পুরাতন কাপড় সেলাই করে যা আয় হয় তা দিয়ে চলে সংসার ও দুই ছেলের পড়াশোনা। তার বড় ছেলে আরিফুল এবার ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে তার মেডিকেলে ভর্তি অনিশ্চিত।

আরিফুল ইসলাম উপজেলার গোতামারী ডিএনএসসি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪.৪৯ ও হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

তার বাবা ওসমান গণি জানান, অনেক কষ্টে দিনমজুরি আর দর্জির কাজ করে ছেলেকে পড়াশোনা করিয়েছি। বাড়ি-ভিটাসহ ১ বিঘা জমি ছাড়া আর কিছুই নেই আমার। ছেলের পড়াশোনার অর্থ জোগাতে আমার স্ত্রী আনজুয়ারাও  ............


বাকী অংশ পড়তে ক্লিক করুন:

মেডিকেল কলেজে সুযোগ পেয়েও ভর্তি হতে পারছে না লালমনিরহাটের আরিফুল


Source: বিনিয়োগ বার্তা


# লালমনিরহাট, হাতীবান্ধা, Lalmonirhat, Hatibandha

ইতিহাসে আজকের দিনে: শনিবার ০৬ অক্টোবর’২০১৮

admin October 06, 2018
১৭৬৮ সালের ৬ অক্টোবর তৎকালীন রুশ সম্রাট তার রাজ্য বিস্তারের ধারাবাহিকতায় পোল্যান্ডে তার সেনা বাহিনী প্রেরণ করেন। ফলে তৎকালীন মহাপরাক্রমশালী ওসমানী সাম্রাজ্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আটার শতকে রুশ ও ওসমানী সাম্রাজ্যের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ সংঘটিত হয়। তবে পোল্যান্ডকে নিয়ে দুই দেশের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ এ যুদ্ধে অভ্যন্তরীণ কোন্দলের কারণে শক্তিশালী ওসমানী সাম্রাজ্যের অবস্থান ছিল কিছুটা দূর্বল। অন্যদিকে রাশিয়া সামরিক ক্ষেত্রে নিজের অবস্থানকে যথেষ্ট সুসংহত ও শক্তিশালী করে তোলে। ফলে এ যুদ্ধে ওসমানীয় সেনা বাহিনী মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হয় এবং ১৭৭৪ সালে দুই সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ বিরতী চুক্তি স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধের অবসান হয়। ওসমানীয় ও রুশদের মধ্যে যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী পরিস্থিতির কারণে পোল্যান্ড রাশিয়া, প্রুশিয়া ও অষ্ট্রিয়ার মধ্যে বিভক্ত হয়ে পড়ে।
  • ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন (১৭০২)
  • কবি আলফ্রেড টেনিসনের মৃত্যু (১৮৯২)
  • বসনিয়া ও হারজেগোভিনার ভূখণ্ড অস্ট্রিয়ার অধিভুক্ত (১৯০৮)
  • তুর্কী সাম্রাজ্যের অধীন বৈরুতে ফ্রান্সের দখল কায়েম (১৯১৮)
  • চিয়াং কাইশেক চীনের প্রেসিডেন্ট নির্বাচিত (১৯২৮)
  • মেক্সিকোর সিয়াটলের কাছে ট্রেন লাইনচ্যুত হয়ে ২০৮ তার্থযাত্রী নিহত(১৯৭২)
  • ইসরাইলের সঙ্গে মিশর-সিরিয়ার যুদ্ধ শুরু (১৯৭৩)
  • থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থান (১৯৭৬)
  • মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত সেনাবাহিনীর হাতে নিহত (১৯৮১)
  • বসনিয়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর (১৯৯৫)।
x
ফার্সী ১৩০৭ সালের ১৫ই মেহের ইরানের সমকালীন বিশিষ্ট কবি ও চিত্র শিল্পি সোহরাব সেপেহরী ইরানের কাশান শহরে জন্ম গ্রহণ করেন। ফার্সী ১৩৩০ সালে ‘রংএর মৃত্যু’ শিরোনামে তার প্রথম কবিতা সংকলন ছাপা হয়। এরপর ‌‌‘আটটি গ্রন্থ’ শিরোনামে অপর কবিতা সংগ্রহটি প্রকাশিত হয়। কবিতা চর্চা ছাড়াও চিত্রকলার প্রতি তার অসম্ভব ঝোক ছিল। কবিতা রচনার ক্ষেত্রে তিনি অত্যন্ত সহজ সরল ও প্রাঞ্জল ভাষা ব্যবহার করেছেন এবং নতুন নতুন উপমা, প্রবাদ ও শব্দের প্রয়োগ ঘটিয়েছেন। ইরানের সমকালীন কবিদের মধ্যে সোহরাব সেপেহরী অনন্য স্থান অধিকার করে আছেন। ফার্সী ১৩৫৯ সালে তিনি পরলোক গমন করেন।
১৯৭৩ সালের ৬ই অক্টোবর আরব ও ইহুদীবাদী ইসরাইলের মধ্যে পূনরায় যুদ্ধ শুরু হয়। এই দিনে মিসরের সেনা বাহিনী সুয়েজ খালের অপর প্রান্তে অবস্থিত কুদস দখলদার বাহিনীর উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের প্রতিরক্ষা ব্যুহ ভেদ করে সিনাই মরুভুমিতে প্রবেশ করে। এ যুদ্ধে মিসর ও সিরিয়ার সেনাবাহিনী ইহুদীবাদী সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে সক্ষম হয়। কিন্তু মার্কিন পৃষ্ঠপোষকতায় ইহুদীবাদী ইসরাইল যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে পূনরায় অত্যাধুনিক সমরাস্ত্রে নিজেকে সুগঠিত করে তোলে। আর এভাবেই ইহুদীবাদী ইসরাইলের বিরুদ্ধে আরবদের অর্জিত বিজয় কিছুটা ম্লান হয়ে পড়ে। অবশেষে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হস্তক্ষেপে আরব-ইসরাইল যুদ্ধের অবসান ঘটে এবং দুপক্ষের মধ্যে বিরোধ মিমাংশার দায়িত্ব জাতিসঙ্ঘের হাতে অর্পন করা হয়। এ যুদ্ধে আরবদের বিজয় অপ্রতিরোধ্য হিসাবে খ্যাত ইহুদীবাদী ইসরাইলী সেনাদের মনোবল ভেঙ্গে দিতে সক্ষম হয়।
১৯৮১ সালের ৬ই অক্টোবর মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ইসলামী জিহাদ আন্দোলনের সদস্যদের হাতে নিহত হন। প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ১৯৭৮ সালে দখলদার ইহুদীবাদী ইসরাইলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ অবৈধ রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। আর এ বিষয়টি আরবদেশ ও বিশ্বের মুসলমানদের বিক্ষুব্ধ করে তোলে। মুসলিম দেশগুলো এ অপমানজনক চুক্তির কারণে মিসরের সাথে সম্পর্ক ছিন্ন করে। আর মিসরের অভ্যন্তরে ইসলামী দল ও সংগঠনগুলো কুদস দখলদার সরকারের সাথে আনোয়ার সাদাতের আপোষ চুক্তিকে কোনভাবেই মেনে নিতে পারেনি। তারা এ মানহানিকর চুক্তির জন্য আনোয়ার সাদাতকে হত্যা করে। মিসরীয় সেনা অফিসার খালেদ ইসলামবুল সেনা বাহিনীর কুচ কাওয়াজ অনুষ্ঠানের সময় আনোয়ার সাদাতকে গুলি করে হত্যা করে। এ হত্যাকান্ডের পর মিসর সরকার এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে তিন হাজারের বেশী লোককে হত্যা করে এবং খালেদ ইসলামবুল ও তার সহযোগিদের সামরিক আদালতে বিচারের মাধ্যমে নির্মমভাবে ফাঁসি দেয়।
১৮৬৫ সালের এই দিনে বিশিষ্ট মুহাদ্দিস ও কবি ‘ইবনে বারদেস’ পরলোক গমন করেন। তিনি লেবাননের ‘বাআলবাদ’ শহরে জন্ম গ্রহণ করেন। জন্ম স্থানে প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি সিরিয়া যান এবং সেখানে বিজ্ঞ আলেম ও পন্ডিতদের সাহচর্যে উচ্চশিক্ষা অর্জন করেন। তিনি বিশ্বের বহু মুসলিম দেশ ভ্রমণ করেন এবং প্রয়োজনীয় জ্ঞান ও শিক্ষা-দীক্ষায় নিজেকে পারদর্শী হিসাবে গড়ে তোলেন। এরপর তিনি শিক্ষা দান ও সুযোগ্য ছাত্র গড়ার কাজে আত্ম নিয়োগ করেন। তিনি বহু মূল্যবান গ্রন্থও রচনা করে গেছেন।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three