বিনোদন ডেস্ক: এবারের ঈদের আগে রাজধানীর ঢাকা ক্লাবে ‘ড্রিমগার্ল’ নামে একটি ছবির ঘোষণা দেয়া হয়। সেখানে জানানো হয় এ ছবিতে ‘ড্রিমগার্ল’ এর চরিত্রে অভিনয় করবেন অধরা খান এবং ছবিটি পরিচালনা করবেন ইস্পাহানি আরিফ জাহান। ইস্পাহানি এ ছবি প্রসঙ্গে বলেন, ছবির নাম প্রাথমিকভাবে ‘ড্রিমগার্ল’ রাখা হয়েছে। নাম পরিবর্তনও হতে পারে। এ ছবিতে বাপ্পি, সাইমন ও অধরা খানকে নিয়ে কথাবার্তা হয়েছে। সব ঠিক থাকলে এই তিনজনকে নিয়ে ডিসেম্বরের শুরুতে ছবিটির শুটিং শুরু করবো।
দারুণ একটি গল্পের ছবি হতে যাচ্ছে এটি। আশা করি, দর্শকরা এটি পছন্দ করবেন। একই পরিচালকের ‘নায়ক’ নামে একটি ছবিতেও অভিনয় করেছেন অধরা খান। এ ছবিতে তার নায়ক বাপ্পি চৌধুরী। এবার একই পরিচালকের নতুন ছবিতে বাপ্পির সঙ্গে সাইমন সাদিকও যোগ দেবেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেয়া হবে।
ইস্পাহানি আরিফ জাহানের নতুন এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে সাইমন ও বাপ্পির অভিনয় দর্শকরা দেখতে পাবেন। উল্লেখ্য, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বর্তমানে বেশকিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর অন্যদিকে সাইমন সাদিক অভিনীত ‘জান্নাত’ ছবিটি এবারের ঈদে মুক্তি পায়।
Showing posts with label অধরা খান. Show all posts
Showing posts with label অধরা খান. Show all posts
Subscribe to:
Posts (Atom)