রংপুর প্রতিনিধি: রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার আইনজীবি এবং জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুর ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া যুদ্ধাপরাধ মামলার সাক্ষী পিপি রথিশচন্দ্র ভৌমিক বাবু সোনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল শুক্রবার সকাল ৬ টায় বাড়ি থেকে বের হয়ে তিনি বাসায় ফেরেন নি বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
অ্যাড. রথীশ চন্দ্র ভৌমিকের ছোট ভাই সুশান্ত ভৌমিক জানান, গতকাল এক লোক মোটর সাইকেলে করে দাদাকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাসায় ফেরত আসেন নি। সকল আত্মীয়দের বাসায় খোঁজ করে সন্ধান পাওয়া না যাওয়ায় আজ কোতয়ালি থানায় জিডি করা হয়েছে বলে জানান তিনি। এদিকে তাকে উদ্ধারে আইন-শৃংখলা বাহিনীর চারটি টিম মাঠে কাজ করছে, এবং জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন। তিনি বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।
এ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক রংপুর জেলা আ. লীগের আইন বিষয়ক সম্পাদক, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি। রথীশ চন্দ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে- এমন সংবাদ ছড়িয়ে পড়লে আজ সকাল থেকেই আত্মীয়-স্বজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা তার বাড়িতে আসেন। এদিকে তাজহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রথীশ চন্দ্র ভৌমিককে উদ্ধারের দবিতে ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তাজহাট এলাকায় সড়ক অবরোধ করে। এছাড়াও এলাকার উত্তেজিত সাধারন মানুষ রংপুর-বগুড়া-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।
Showing posts with label আইনজীবি. Show all posts
Showing posts with label আইনজীবি. Show all posts
Subscribe to:
Posts (Atom)