দিনাজপুর: বিরামপুরে ১১ তম আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালকেল ৫ টায় বিরামপুর খানপুর ইউনিয়নের রতনপুর সোনাজুড়ি মাঠে ফ্রেন্ডশিপ যুব সংগঠনের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন রাজশাহী শুষনি পাড়া স্পোর্টিং ক্লাব ও বোচাগঞ্জের রনগাঁও খেলোয়াড় কল্যাণ সমিতি।
খেলাটি ১-১ গোলে শেষ হলে পরে ট্রাইফিকার মাধ্যমে রাজশাহী শুসনিপাড়া স্পোর্টিং ক্লাব জয় লাভ করে। রানার্সআপ দল কে একটি ছোট গরু বিজয়ী দলকে একটি বড় ষাঁড় উপহার দেয়া হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার তুলে দেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি ও আয়োজকে ৪০ হাজার টাকা প্রদান করেন। এসময় বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু উপস্থিত ছিলেন।