দিনাজপুর: আজ ২৪শে আগস্ট, দিনাজপুরে পালিত হচ্ছে ইয়াসমিন র্ট্যাজেডি দিবস। ২৩ বছর আগে এই দিনে কিছু উচ্ছৃঙ্খল বিপথগামী পুলিশ সদস্যের হাতে ধর্ষণ ও হত্যার শিকার হন ১৪ বছর বয়সী ইয়াসমিন। পরে এ ঘটনার প্রতিবাদে একটি মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান আরও তিনজন। দিবসটি উপলক্ষে আজ দিনাজপুরে মহিলা পরিষদসহ বিভিন্ন নারী সংগঠন, সিপিবি, ছাত্র ইউনিয়ন শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
জানা যায়, ১৯৯৫ সালের ২৪ আগস্ট ভোরে দিনাজপুরের দশমাইল থেকে শহরে পৌঁছে দেয়ার কথা বলে ইয়াসমিনকে পিকআপ ভ্যানে তুলে নেয় টহল পুলিশ। এরপর তাকে গণধর্ষণের পর হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রাখে। এর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন তিনজন। এরপর থেকে এ দিনটিকে ইয়াসমিন ট্রাজেডি দিবস হিসেবে পালন করা হচ্ছে।
নিহত ইয়াসমিনের মা শরীফা বেগম বলেন, ‘আমার মেয়ের মত যেন আর কারো না হয়। আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। এই দিনটা আসলে আমার খুব খারাপ যায়।’ এদিকে ইয়াসমিন হত্যার প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে নিহত সামুর স্ত্রী মাহমুদা বেগম অভিযোগ করেন, ‘সরকার আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলো কর্মসংস্থানের। সেটাও তারা বাস্তবায়ন করেনি।’