কুড়িগ্রাম প্রতিনিধি:
২২ জুন প্রথম রাউন্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুড়িগ্রামে জেলা স্বাস্থ্য বিভাগের সাথে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শহিদুল্ল্যা লিংকন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
অবহিতকরন সভায় জানানো হয়, ২০১৯ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে জেলার ৯ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ৩৪ হাজার ২শ ৩৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২লাখ ৯০ হাজার ৫৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।