রংপুর এক্সপ্রেস ডেস্ক:
কলার মধ্যে রয়েছে এমন এক পদার্থ, যা মানব দেহে রোগ সংক্রামক ও মারণাত্মক ভাইরাসের সঙ্গে মোকাবেলা করতে সাহায্য করে। কলার মধ্যে যে পদার্থ রয়েছে তা এইডস, হেপাটাইটিস সি এবং ইনফ্লুয়েঞ্জার মতো মারাত্মক ব্যাধির ওষুধ হিসেবেও কাজ করে।
গবেষকদের দাবি, কলার মধ্যে যে প্রোটিন রয়েছে তার নাম ব্যানানা ল্যাকটিন। এই ল্যাকটিন মানব শরীরের কোষগুলোর মধ্যে ভাইরাস সংক্রমণকে প্রতিরোধ করতে পারে।
গবেষকদের মতে ইধহখবপ (ব্যানানা ল্যাকটিন) মানব শরীরে এইডস, হেপাটাইটিস সি এবং ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসগুলোকে বিনাশ করে দেয়। আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ে এই গবেষণা চালানো হয়। কলার বিভিন্ন নমুনা নিয়ে এখনও গবেষণা চলছে। কলার মধ্যেকার প্রোটিন থেকে যদি প্রতিষেধক কিছু আবিষ্কার করা যায় তবে তা চিকিৎসা বিজ্ঞানকে সহায়তা করবে।