Showing posts with label ঐন্দ্রিলা বোস. Show all posts
Showing posts with label ঐন্দ্রিলা বোস. Show all posts
ঢালিউডের চলচ্চিত্রে কলকাতার ঐন্দ্রিলা বোস

ঢালিউডের চলচ্চিত্রে কলকাতার ঐন্দ্রিলা বোস

admin June 04, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ঐন্দ্রিলা বোস। ‘তুই আমার জান’ শিরোনামের ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। ছবিটি পরিচালনা করবেন রকিবুল আলম রাকিব।


নির্মাতা বলেন, 'তুই আমার জান' রোমান্টিক-অ্যাকশন ও পারিবারিক ঘরানার ছবি। ছবিটির জন্য আমি নতুন কাউকে খুঁজছিলাম যে চরিত্রটি মানিয়ে নিতে পারবে। তাই ছবির জন্য একদম নতুন জুটি হিসেবে নবাগত নাহিদ ইরফান ও ওপার বাংলার ঐন্দ্রিলাকে নিয়েছি। দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন একটি ছবি হবে আশা করি।


চলতি মাসের ২০ তারিখ খাগড়াছড়িতে ছবিটির শুটিং শুরু হবে জানা গেছে । ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আমান রেজা, সাদেক বাচ্চু, শিবাশানু, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।


প্রসঙ্গত মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও কলকাতার অভিনেত্রী ঐন্দ্রিলা বোস। এরপর পরিচিতি পান স্টার জলসার 'স্বপ্ন উড়ান' সিরিয়াল দিয়ে। পি সি চন্দ্র জুয়েলার্সের গোল্ডলাইট ডিভা পেজেন্ট-এ প্রথম রানার আপ হওয়ার পর ভারতীয় সিরিয়ালে কাজ শুরু করেন।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three