Showing posts with label ঐশ্বর্যের মেয়ে. Show all posts
Showing posts with label ঐশ্বর্যের মেয়ে. Show all posts
জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী: ভারতের প্রধানমন্ত্রী হবে ঐশ্বর্যের মেয়ে!

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী: ভারতের প্রধানমন্ত্রী হবে ঐশ্বর্যের মেয়ে!

admin June 27, 2018

বিনোদন ডেস্ক:
ভারতের হায়দরাবাদের এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন, আগামীতে ভারতের প্রধানমন্ত্রী হবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্য। ওই জৌতিষী এও বলেছেন, এ জন্য আরাধ্যর নাম পরিবর্তন করতে হবে। তার নতুন নাম রাখতে হবে রোহিনী। আর তাতে করেই ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে সে । ভবিষ্যৎবাণী করা ওই জ্যেতিষীর নাম ডি জ্ঞানেশ্বর। গত রোববার হায়দরাবাদে সংবাদ সম্মেলন করে জ্ঞানেশ্বর নিজেই এই বাণী করেন।


তবে এই ভবিষ্যৎবাণীর ব্যাপারে বচ্চন পরিবার থেকে কোন প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানা যায়নি। হ্য এটা সত্য, বচ্চন পরিবারে অনেক আগে থেকেই ‘জ্যোতিষীদের ভবিষৎবাণী’র প্রতি এক প্রকার আনুগত্য আছে বটে। মাঙ্গলিক মেয়েদের ভবিষ্যৎ, মেয়ের বিয়ের পর তার স্বামীর মৃত্যু ঘটবে। ঐশ্বর্য মাঙ্গলিক, যে কারণে এক জ্যোতিষের পরামর্শে কুষ্ঠির দোষ দূর করতে অভিষেকের সাথে বিয়ের আগে কলাগাছকে বিয়ে করেছিলেন ঐশ্বরিয়া।


জ্যোতিষি জ্ঞানেশ্বরের সংবাদ সম্মেলনে দাবি, এর আগে তিনি তেলেগু সুপারস্টার চিরঞ্জিবী এবং রজনীকান্তের রাজনীতিতে যোগদান নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন। বলেছিলেন, তারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হবেন এবং পরে তা বাস্তবও হয়েছে। সংবাদ সম্মেলনে জ্ঞানেশ্বর আরও কিছু ভবিষ্যৎবাণী করেছেন। এরমধ্যে রয়েছে, ২০১৯ সালে নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হবেন মোদী আর রজনীকান্ত হবেন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী। আগামীতে ডোনাল্ড ট্রাম্প আরও পাঁচ বছরের জন্য মার্কিন প্রেসিডেন্টে পদে নির্বাচিত হবেন। এছাড়াও ২০২৪ সালে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধেরও ভবিষ্যৎবাণী করেছেন জ্ঞানেশ্বর।


ভারতের পত্রিকা গুলোর সংবাদ, হায়দরাবাদে জ্যোতিষী জ্ঞানেশ্বরের ভবিষ্যদ্বাণীর ব্যাপারে সাধারণ মানুষের বিশ্বাস আছে। ইতোপূর্বে তিনি কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন যা পরে বাস্তবে রূপ পেয়েছে। এতে করে তার উপর হায়দরাবাদের বাসিন্দাদের আস্থা বেশ পোক্ত । এখন দেখার বিষয়, বচ্চন পরিবার এই ভবিষ্যৎবাণীকে কিভাবে দেখেন?

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three