লালমনিরহাট: বৃহত্তর রংপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টরের অন্যতম সংগঠক, লালমনিরহাট-২ (কালীগঞ্জ আদিতমারী) -এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব করিম উদ্দিন আহমেদ এর ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে করিম উদ্দিন সরকারি কলেজ কর্তৃপক্ষের অায়োজনে স্মরণসভা, মিলাদ মাহফিল, আলোচনা, স্মৃতিচারণ ও দোয়ার অায়োজন করা হয়।
স্মরণসভা ও দোয়া মাহফিল আজ মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল থেকেই দুপুর পর্যন্ত কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন পাবলিক কলেজ হলরুমে উক্ত কলেজের অধ্যাপক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্টানের শুরুতে মরহুম করিম উদ্দিন আহমেদ এমপির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি উপস্থিত মরহুমের জ্যেষ্ঠ পুত্র সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান অাহমেদ এমপি।
উক্ত দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মরহুমের পুত্র কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুজ্জামান আহমেদ, কন্যা রওশনারা চায়না চৌধুরী,মরহুমের ৫ম পুত্র খুরশীদুজ্জামান অাহমেদ, জেলা বিএনপির সহসভাপতি সাবেক সাংসদ সালেহ উদ্দিন আহৃেদ হেলাল।
উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান, মরহুমের জামাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড. অানিসুর রহমান জুয়েল। উপজেলা থানা ইনচার্জ মকবুল হোসেন, তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, মুক্তিযোদ্দা মহসিন টুলু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রেশালুর নুর চৌধুরী।
করিম উদ্দিন আহমেদ ১৯ মার্চ ১৯২৩ সালে জন্ম গ্রহন করেন। ২৮ ( আগস্ট)১৯৯১সালে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি লালমনিরহাট ২ আসনের ৭০, ৭৩ সালে দুই বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্মরন সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেন, মরহুম করিম উদ্দিন আহমেদ একটি আদর্শের প্রতীক, উন্নয়নের প্রতীক। তিনি অবহেলিত কালীগঞ্জের মানুষের আলোক বর্তিকাস্বরুপ। তার আদর্শে আগামী প্রজন্মকে ধারন করে এগিয়ে যেতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড উল্লেখ করে, কালীগঞ্জকে শিক্ষাঞ্চল হিসাবে ঘোষণা করেন। আগামী দিনে কালীগঞ্জ আদিতমারীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।
Showing posts with label করিম উদ্দিন আহমেদ. Show all posts
Showing posts with label করিম উদ্দিন আহমেদ. Show all posts
Subscribe to:
Posts (Atom)