রংপুর এক্সপ্রেস ডেস্ক:
টলিউডের হাল প্রজন্মের নায়িকা কৌশানী মুখোপাধ্যায়। এই মুহূর্তে বালিতে ছুটি কাটাচ্ছেন তিনি। তার কয়েক ঝলক দেখা গেল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে।
এর মধ্যে একটি ছবি সবার নজর করেছে। যেখানে ব্যাকলেস টপ, চোখে সানগ্লাস ও উঁচু করে বাঁধা চুলে বেশ লাগছে তাকে। আর গা ডুবিয়েছেন সুইমিং পুলের ঠান্ডা পানিতে।
জানা গেছে, কৌশানী ছুটি কাটাচ্ছেন তার দীর্ঘদিনের বয়ফ্রেন্ড অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে। সোশ্যাল মিডিয়া তার সাক্ষী।
রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’ দিয়ে সিনেমায় পা রাখেন কৌশানী। বিপরীতে ছিলেন বনি।
এর পর রবি কিনাগি, রাজীব কুমার বিশ্বাস, রাজা চন্দ, অনিকেত চট্টোপাধ্যায়, অনুপ সেনগুপ্তর মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন নায়িকা।
অনস্ক্রিন বনি-কৌশানীর জুটিকে পছন্দ করেন দর্শক। অফস্ক্রিনেও তারা কবে সাতপাকে বাঁধা পরবেন, এখন সেদিকেই তাকিয়ে অনুরাগীরা।
কৌশানীকে বাংলাদেশের দর্শক দেখেছেন ইমরানের ‘ইশশ’ শিরোনামের মিউজিক ভিডিওতে। এছাড়া সাফটা চুক্তির আওতায় তার সিনেমা বাংলাদেশে মুক্তি পেলেও খুব একটা চলেনি।