কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় জাম গাছে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নের কুর্শা গ্রামের আবুল কালামের ছেলে কুর্শা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন (৯) স্কুল মাঠে জাম গাছে উঠে জাম পাড়ার সময় হাত ফঁসকে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।