গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়মনা (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ময়মনা উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাই পুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
জানা যায়, সে বাড়ির পাশে জমিতে কাজ করছিল। এক পর্যায়ে পড়ে থাকা বিদ্যুতের লাইনের তার পায়ের সাথে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ময়মনার মৃত্যু হয়।
এ দিকে নিয়ম বহির্ভূত এভাবে বাঁশের খুটি দিয়ে খোলা লাইনে সংযোগ দিয়ে মৃত্যুর ফাঁদ পেতেছে বলে মন্তব্য করেছেন একালাবাসী। ময়মনার অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান।