অনলাইন ডেস্ক:
মাহমুদউল্লাহর বোলিং নিয়ে অনিশ্চয়তা থাকায় আগেই আভাস মিলেছিল, তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। শেষ পর্যন্ত তা-ই হয়েছে। চোট কাটিয়ে ফেরা সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণে আছেন মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে মাশরাফি বিন মুর্তজার সঙ্গী মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
চোট কাটিয়ে একাদশে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশর সবশেষ ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস ও রুবেল হোসেন।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান।
আগের ম্যাচে বিশ্ব রেকর্ড গড়া উদ্বোধনী জুটিকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। ১৭৯ রানের দারুণ এক ইনিংস খেলা জন ক্যাম্পবেল ছিটকে গেছেন চোটের জন্য। অভিষেক হচ্ছে টেস্ট দলের উইকেটরক্ষক শেন ডাওরিচের।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শেই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনিল আমব্রিস, অ্যাশলি নার্স, রোস্টন চেইস, শেন ডাওরিচ, জোনাথন কার্টার।
সকাল থেকে আকাশ ছিল মেঘে ঢাকা। সময় গড়ানোর সঙ্গে পরিষ্কার হয়ে এলো আকাশ। টস জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবতে হলো না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজে খেলছে বাংলাদেশ। নিজেদের সবশেষ সিরিজে নিউ জিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হওয়া দলটি বিশ্বকাপে যেতে চায় জয়ের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে। মঙ্গলবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা পৌনে চারটায়।
ওয়েস্ট ইন্ডিজ ও দেশে ক্যারিবিয়ানদের সবশেষ দুটি ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে মানসিকভাবে একটু এগিয়েই জেসন হোল্ডারের দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। শেই হোপ ও জন ক্যাম্পবেল গড়েছেন উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। অন্যদিকে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে হেরেছে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সঙ্গে নিজেদের সেরা কম্বিনেশন ঠিক করে নেওয়ার লক্ষ্য নিয়ে নামবে মাশরাফির দল।