অনলাইন ডেস্ক:
চলচ্চিত্রের মতো ভোটের মাঠেও দারুণ সফল টলিউড অভিনেতা দেব। দ্বিতীয়বারের মতো লোকসভা নির্বাচনে অংশ নিয়ে ফের জয়ের দেখা পেয়েছেন এই নায়ক।
ভারতের পশ্চিমবঙ্গে ঘাতাল আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান চিত্রনায়ক অধিকারী দীপক দেব। প্রধান প্রতিদ্বন্দী বিজেপির ভারতী ঘোষকে হারিয়ে জয় ছিনিয়ে এনেছেন তিনি। এই আসনে দেব পেয়েছেন তিন লাখ ৩৭ হাজার ৯৮৮ ভোট। নিকটবর্তী বিজেপি প্রার্থী পেয়েছেন দুই লাখ ৯৮ হাজার ৯৩ ভোট।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ প্রায় তিন শতাধিক আসনে এগিয়ে রয়েছে। ফলে এতে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে মোদি সরকার। অন্যদিকে শতাধিক আসনে জয়লাভের অপেক্ষায় রয়েছে কংগ্রেস। ভারতের লোকসভা নির্বাচনে ৫৪২ আসনের ২৭২টি পেলেই একটি দল বা জোট সরকার গঠন করতে পারে।
প্রসঙ্গত সাত দফায় অনুষ্ঠিত এবারের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে গত বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৮টা থেকে।