এক্সপ্রেস ডেস্ক: ফেসবুক কর্তৃপক্ষ আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল, ‘ডিসলাইক’ বলে একটি অপশন আসতে পারে। তবে নতুন ‘ডাউনভোট’ ফিচারটি যে একেবারে ‘ডিসলাইক’-এর মতো কাজ করবে, তা নয়। অনেকদিন ধরেই বিভিন্ন কথা শোনা যাচ্ছিল। এবার গ্রাহকদের সুবিধার্থে বড় রকম বদল আনল ফেসবুক। ইউটিউবের আদলে দু’টি নতুন ফিচার এনে চমক দিল মার্ক জুকারবার্গের বিশ্বখ্যাত এই সংস্থা।
এখন থেকে ফেসবুক খুললে বিভিন্ন পোস্টে দু’টি নতুন অপশন দেখা যাবে। ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ নামে এই নতুন দু’টি অপশনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন পোস্ট কিংবা কমেন্টে নিজেদের মতামত জানাতে পারবেন। এমনটাই জানা গিয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলো।
ফেসবুক কর্তৃপক্ষ আগেই ইঙ্গিত দিয়েছিল, ‘ডিসলাইক’ বলে একটি অপশন আসতে পারে। তবে নতুন ‘ডাউনভোট’ ফিচারটি যে একেবারে ‘ডিসলাইক’-এর মতো কাজ করবে, তা নয়। কোনও ফেসবুক ব্যবহারকারী যদি কোনও পোস্ট কিংবা কমেন্টে ‘ডাউনভোট’ অপশন ক্লিক করেন, তা হলে সেই পোস্টটি তার কাছে হাইড হয়ে যাবে। পাশাপাশি যিনি ওই পোস্টটি করেছেন তিনিও বুঝতে পারবেন, তার পোস্ট কিংবা কমেন্টে নেগেটিভ রিঅ্যাকশন পড়ছে।
ওই প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসেই এই ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ ফিচারটি নিয়ে পরীক্ষা চালায় ফেসবুক। তবে এই ফিচার দু’টি ভারতে এখনও চালু হয়নি। আপাতত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু হয়েছে ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ ফিচার দু’টি।