লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রেললাইনের পাশে সদ্য প্রসব করা এক নবজাতকের লাশ পড়ে রয়েছে।
শনিবার সকালে লালমনিরহাট বুড়িমারী রেল রুটের আদিতমারী স্টেশনের সেনপাড়া এলাকায় ওই নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিতমারী সেনপাড়া এলাকায় বুড়িমারী লালমনিরহাট রেল লাইনের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সেই ব্যাগের ভেতর একটি নবজাতকের লাশ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে আদিতমারী থানা পুলিশ লালমনিরহাট রেলওয়ে থানায় বিষয়টি অবহিত করে। ব্যাগের ভেতর রক্তাক্ত কিছু কাপড়ও রয়েছে।
আদিতমারী থানা ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে কেউ নবজাতকের লাশটি ব্যাগে করে এনে ট্রেন থেকে এখানে ফেলে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে লাশ উদ্ধার করবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।