Showing posts with label নাইজেরিয়া. Show all posts
Showing posts with label নাইজেরিয়া. Show all posts
BMW গাড়িতে পিতাকে দাফন করল পুত্র

BMW গাড়িতে পিতাকে দাফন করল পুত্র

admin June 27, 2018

এক্সপ্রেস ডেস্ক:
অবাক করা কাণ্ড ঘটিয়েছে নাইজেরিয়ান এক যুবক, যিনি তার সদ্য মৃত পিতাকে গাড়িতে করে দাফন করেছেন। নাইজেরিয়ান সংবাদমাধ্যম নাইজ ডট কম বলছে, তার পিতাকে গাড়ি কিনে দেওয়ার কথা ছিল ওই যুবকের। কিন্তু গাড়ি কিনে দেওয়ার পূর্বেই পিতা মারা যাওয়ায় নগদ অর্থ পরিশোধ করে সে গাড়িটি কেনে এবং পিতাকে দেওয়া কথা রাখে। নাইজ ডটকমের খবরে বলা হয়েছে, ওই যুবকের নাম আযুবুইকে। গাড়িটি কিনতে তার ব্যয় হয়েছে ৬৫ লাখ টাকা।


ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, একটি চকচকে রূপালি রঙের BMW গাড়ি কবরের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, যে গাড়ির মধ্যে ওই পিতার লাশ রাখা হয়েছে। ছবির কমেন্টেস -এ লোকজন মন্তব্য করছে, বিএমডব্লিউ’র স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম মৃত লোকটিকে স্বর্গের পথ দেখাতে সাহায্য করবে।


গরিব একটি দেশে এরকম একটি কাজে টাকা ব্যয় করার সমালোচনাও কম হয়নি ওই ছবি নিয়ে। একজন সমালোচনাকারী লিখেছেন, পিতা জীবিত থাকা অবস্থায় তাকে গাড়ি কিনে দেয়া উচিত, আর মারা গেলে কিনে দিতে হয় কফিন। এই ধরণের কাজকে লোক দেখানো আচরণ বলেও সমালোচনা করেন এক ব্যক্তি।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three