Showing posts with label নায়লা নাঈম. Show all posts
Showing posts with label নায়লা নাঈম. Show all posts

বিয়ে নিয়ে বেশ জটিলতায় নায়লা!

admin May 21, 2019

অনলাইন ডেস্ক:
আলোচিত ও সমালোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম, নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে স্বল্প বসনের খোলামেলা একটি মুখচ্ছবি। পর্দায় এই গ্লামার গার্লের রগরগে উপস্থিতি দেখে কেউ তাকে বলেন, ‘হটকেক’ কেউ বা আবার বাংলার ‘সানি লিওন’ বলে মন্তব্য করেন।




[caption id="" align="alignleft" width="289"]নায়লা নাঈমের সাম্প্রদিক ছবি। নায়লা নাঈমের সাম্প্রদিক ছবি।[/caption]

কারণ নায়লা নাঈমই একমাত্র সেলেব্রেটি, যিনি কেবল আইটেম গানেই পারফর্ম করেন। তবে যেনতেন কিংবা গতানুগতিক আইটেম গানে নয়, বেছে বেছে এবং খ্যাতিমান পরিচালকদের ছবির গানে দেখা যায় তাকে। তবে পর্দায় ‘হট কেক’ কিংবা ‘চকোলেট গার্ল’ হিসেবে উপস্থিত হলেও বাস্তবের নায়লা আবার একেবারেই ভিন্ন।


নায়লা নাঈমকে অনেকে বাঁকা চোখে দেখলেও বাস্তবে তিনি অনেকটাই শালীন, সাবলীল, স্বল্পভাষী, বিনয়ী ও সাধারণ মানুষ। বিশ্বাস করেন সৃষ্টিকর্তাকেও। তিনি বলেন, ‘পর্দার সঙ্গে বাস্তব মেলানো কঠিন। আমাকে কে কিভাবে দেখেন জানি না। আসলে পর্দায় তো আর একজন অভিনেত্রীর বাস্তব জীবনের নামাজ রোজা-পর্দা এসব দেখানো হয় না। সেটাতো অভিনয়ের বিষয়। তবে, আমি সাধারণ একজন মানুষ। সৃষ্টিকর্তার প্রতি দৃঢ় বিশ্বাস, ধর্মকর্মের প্রতি আমারও সম্মানবোধ আছে।’


সম্প্রতি, রমজানে রুটিন চেঞ্জ হয়েছে তার। তিনি জানিয়েছেন, ন’বছর বয়সে প্রথম রোজা রাখার চেষ্টা করি। ১১ বছর বয়স থেকে নিয়মিত রাখি। আর এজন্যই রমজান আসলে রুটিনটা টোটালি চেঞ্জ হয়ে যায়। অফিস নিয়ে তো ব্যস্ততা আছেই। রোজা রেখে টায়ার্ড হয়ে যাই… নামাজ রোজা আর অফিস নিয়েই এখন ব্যস্ত।




[caption id="" align="alignright" width="317"]নায়লা নাঈমের সাম্প্রদিক ছবি। নায়লা নাঈমের সাম্প্রদিক ছবি।[/caption]

ডেন্টাল হোম এর পর নতুন ব্যবসার সঙ্গে এখন রেস্টুরেন্ট ব্যবসা যুক্ত হয়েছে। চেম্বার আর রেস্টুরেন্ট একই এলাকায়। খিলগাঁওয়ে। অবশ্য রেস্টুরেন্ট কয়েকজন বন্ধু দেখা-সোনা করেন। এটা যৌথ ব্যবসা।


বিয়ে প্রসঙ্গে আলোচিত এই অভিনেত্রী বলেন, ‘সোজাসাপ্টা ভাবে বলতে গেলে বিয়ে নিয়ে আমার কমপ্লেক্স রয়েছে। বিয়ের করবো কি না, এই মুহূর্তে কিছু বলতে পারছি না। এখনও সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। তাছাড়া একটা ছেলে এসে আমার সঙ্গে খাপ খাওয়াবে কীভাবে সেটা একটা বিষয়। কেননা আমি তো নানান কাজে ব্যস্ত থাকি। এই যে আমার চেম্বার, রেস্টুরেন্ট, শোবিজ অঙ্গন এছাড়াও আমার কতগুলো পোশাপ্রাণী রয়েছে, যাদের পেছনে আমাকে অনেক সময় দিতে হয়। এছাড়া রয়েছে পরিবার, মা-বাবা। এতোকিছুর পরে স্বামীকে সময় কীভাবে দেব?। তবে স্থির হতে হবে, আরেকটু সময় নেব।’


প্রসঙ্গত, নায়লার পরিবারে রয়েছে শুধু মা-বাবা আর এক ভাই। ভাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করে এখন জার্মানিতে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three