রংপুর এক্সপ্রেস ডেস্ক:
মডেল-অভিনেত্রী কেয়া আক্তার পায়েল এবার আসছে ঈদের জন্য একটি খণ্ড নাটকে কাজ করেছেন। এর নাম ‘ঘুড্ডি’। এটি রচনা করেছেন দয়াল সাহা। পরিচালনা করেছেন ওসমান মিরাজ। এখানে ইরফান সাজ্জাদের বিপরীতে পায়েল অভিনয় করেছেন।
পায়েল জানান, এস এস মাল্টিমিডিয়া হাউজের ইউটিউব চ্যানেলে এটি ঈদে প্রচার হবে। এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, জাফিয়া হকসহ অনেকে।