ঠাকুরগাঁও: অনেকদিন পরিকল্পনা আর আয়োজনের পর ইদুল আযহার পর আজ শনিবার স্বপ্নপুরীতে যাচ্ছিলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শাটিয়া গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ। কিন্তু যাত্রার ক্ষণিকের মধ্যেই অনাকাঙ্ক্ষিত এক সড়ক দুর্ঘটনার কবলে পরে তাদের বহনকারী বাসটি। ফলে এবারের মত তাদের আর যাওয়া হল না পিকনিকে। আহতরা সবাই চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।
স্থানীয়রা জানান, আজ শনিবার পীরগঞ্জ উপজেলার শাটিয়া ঈদগাঁ ময়দান থেকে স্বপ্নপুরিতে পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু নিয়ে সুরুচি এন্টারপ্রাইজ নামে একটি মিনিবাস যাত্রা শুরু করে। যাত্রাস্থল থেকে একটু দুরে যাওয়ার পর সিঙ্গারোল এলাকায় বাসটি রাস্তার ধারে উল্টে ধান ক্ষেতে পড়ে যায়। এতে ওই মিনিবাসে থাকা প্রায় অর্ধশত নারী, পুরুষ ও শিশু আহত হয়। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মিরা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
শাটিয়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, ঈদ উপলক্ষে স্থানীয় উদ্যোগে তারা স্বপ্নপূরীতে পিকনিক যাচ্ছিল। রাস্তা সরু হওয়ার কারণে বাসটি উল্টে যায়।
পীরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জানান, পিকনিকের মিনিবাস দুর্ঘনায় ৩৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শিল্পী (২০) সহ ৩ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অন্য আহতরা হলেন, ইকবাল (১৬), বাবু(২), মাসুদ (২৫), জিয়ারুল (২০), আমেনা বেগম(২০), ইয়াসমিন (৪০), ফইজুল (২০), জীবন (১০), ইব্রাহীম (১২), শিমু (১৯), নাসরিন (১৬), শাহ আলম (২৮), রাকিব (১০), রুপালি (১০), আশা (১৬), খালেদা (১৮), শহজাহান(১০), সিদ্দিক (২০), ফিরোজ(২০), আলী হুসেন(৪২), পান্না(১২), জিনিয়া(৯), রিতা(২৮), নিশি(১০), সুমি (১৫), নুর মোহাম্মদ (২০), লাইসুর (৯), সাথী(৯), দুলাল(৩০), নিশাদ(১২), জোস্না(২০), সোমা (২৫), নশরাত (১৫), জয়নাল (২৬), রুবা আলম (১৩), আরিফ (১৮), মানিক (২২) ও আহসানুল (২৮)।
দুর্ঘটনার পর পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও সাবেক এমপি ইমদাদুল হক ও উপজেলা নির্বাহী অফিসার হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সুচিকিৎসার জন্য নির্দেশ দেন।