Showing posts with label প্রধান প্রধান জামাত. Show all posts
Showing posts with label প্রধান প্রধান জামাত. Show all posts
রংপুরে ইদের প্রধান প্রধান জামাত কখন কোথায়

রংপুরে ইদের প্রধান প্রধান জামাত কখন কোথায়

admin August 22, 2018

রংপুর: আজ বুধবার সারাদেশে উৎযাপিত হবে মুসলমানদের বৃহত্তম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ইদ-উল-আযহা। এ উপলক্ষে রংপুর বিভাগের জেলাগুলোতে ইদ উৎযাপনের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে এ দিনটি।


বিভাগীয় শহর রংপুরে ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায় কালেক্টরেট ইদগাহে। সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এখানে নামাজ আদায় করবেন বলে জানা গেছে। তবে বৃষ্টি হলে রংপুরের ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কোর্ট জামে মসজিদে সকাল পৌনে ৯ টায় এবং ২য় জামাত হবে সোয়া ৯ টায়।


পুলিশ লাইন্স মাঠ, মুন্সিপাড়া ইদগাহ, নিউআদর্শ পাড়া ইদগাহ ও মুলাটোল আলীয়া মাদ্রাসায় সকাল সাড়ে ৮ টায় ইদের জামাত অনুষ্ঠিত হবে। কেরামতিয়া জামে মসজিদে ৯ টায় ইদের জামাত অনুষ্ঠিত হবে।


শালবন মিস্ত্রিপাড়া জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায়, মণ্ডল পাড়া বড় ইদগাহ ও দামোদরপুর বড় ময়দানে , রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ইদগাহ মাঠে সকাল ৮টায় এবং সাতমাথা জামে মসজিদ, ধাপ ষ্টাফ কোয়ার্টার জামে মসজিদ, বাবুখাঁ ইদগাহ মাঠ ও খটখটিয়া জামে মসজিদে সকাল ৯ টায় ইদের জামাত অনুষ্ঠিত হবে।


রংপুর সদর উপজেলা ও মিঠাপুকুর উপজেলা পরিষদ ইদগাহে এবং পীরগাছা কারবালা মাঠ, তারাগঞ্জ চৌপথী ইদগাহ ও গঙ্গাচড়ার পাইকান জামে মসজিদে সকাল ৯ টায় ইদের জামাত অনুষ্ঠিত হবে।


কাউনিয়া কেন্দ্রীয় ইদগাহ, গঙ্গাচড়া ও পীরগঞ্জে কেন্দ্রীয় ইদগাহে সকাল সাড়ে ৯ টায় ইদের জামাত অনুষ্ঠিত হবে। বদরগঞ্জের চান্দামারী কারামতিয়া ইদগাহে ১০টায় ইদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three