Showing posts with label মহা ভাজিরালংকর্ন. Show all posts
Showing posts with label মহা ভাজিরালংকর্ন. Show all posts
নিজের দেহরক্ষীকে রানি বানালেন থাই রাজা

নিজের দেহরক্ষীকে রানি বানালেন থাই রাজা

admin May 02, 2019

অনলাইন ডেস্ক:
নিজের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর উপপ্রধানকে বিয়ে করে তাকে রানির মর্যাদা দিয়েছেন থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ন। রাজা হিসেবে তার আনুষ্ঠানিক অভিষেকের মাত্র তিন দিন আগে বুধবার (১ মে) বিয়ে করে নতুন স্ত্রীকে রানি সুথিদা উপাধি দেন ভাজিরালংকর্ন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।


শনিবার তাঁর সিংহাসনে আরোহণের বিস্তৃত অনুষ্ঠান হতে যাচ্ছে। ওই অনুষ্ঠানের মাধ্যমে তার রাজকীয় পদকে দেবতুল্য বলে ঘোষণা করা হবে।


২০১৬ সালে রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর পর দেশটির সাংবিধানিক রাজা হন ৬৬ বছরের মহা ভাজিরালংকর্ন। রাজা ভাজিরালংকর্ন এর আগে তিনি তিনবার বিয়ে করেছেন এবং তাদের ছাড়াছাড়িও হয়ে গেছে। তার ৭ টি সন্তান রয়েছে।


রাজকীয় এক ঘোষণায় বলা হয়েছে, ‘রাজা ভাজিরালংকর্ন সিদ্ধান্ত নিয়েছেন যে, জেনারেল সুথিদা ভাজিরালংকর্ন আয়ুদাহকে রানি সুদিথা হিসাবে ঘোষণা দিচ্ছেন এবং তিনি রাজ পরিবারের নিয়মানুযায়ী রাজকীয় পদবি ও মর্যাদা ভোগ করবেন।’


রাজা ভাজিরালংকর্নের দীর্ঘদিনের সঙ্গী রানি সুদিথা। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে বহুবার দেখা গেছে, যদিও তাদের সম্পর্কের বিষয়টি কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি।


বুধবার রাতে তাদের বিয়ে অনুষ্ঠানের ভিডিও প্রচার করা হয় থাই টেলিভিশনে। সেখানে রাজ পরিবারের অন্যান্য সদস্য এবং রাজ উপদেষ্টাদের দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, রানি সুথিদার মাথায় পবিত্র পানি ঢেলে দিচ্ছেন রাজা ভাজিরালংকর্ন। এরপর তারা বিয়ের রেজিস্টারে স্বাক্ষর করেন।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three