Showing posts with label শিয়া ওয়াক্ফ বোর্ড. Show all posts
Showing posts with label শিয়া ওয়াক্ফ বোর্ড. Show all posts
গোমাংশ না খাওয়ার আহ্বান মুসলিম নেতার

গোমাংশ না খাওয়ার আহ্বান মুসলিম নেতার

admin July 26, 2018

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের এক শিয়া মতাবলম্বী মুসলিম নেতা ভারতীয় মুসলমানদের গোমাংশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন ভারতে গোমাংশ খাওয়া বা গোহত্যা সম্পূর্ণ বন্ধ হওয়া প্রয়োজন। তাছাড়া মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে মারামারি-হানাহানি বন্ধ হবে না বলেও মনে করেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থাগুলো এ খবর দিয়েছে। ওই মুসলিম নেতার নাম ওয়াসিম রিজভি। তিনি উত্তর প্রদেশের শিয়া ওয়াক্ফ বোর্ডের সভাপতি।


কয়েকদিন আগে রাজস্থানে এক মুসলিম গরু নিয়ে যাচ্ছিল, এমন সময় তাকে গণধোলাই দিয়ে খুন করে আততায়ীরা। এই প্রেক্ষিতে হিন্দু সম্প্রদায়ের এক সমিতির নেতা ইন্দ্রেশ কুমারের বক্তব্যকে সমর্থন করেন রিজভি। তিনি বলেন, গরুকে হিন্দু সম্প্রদায়ের লোকজন মায়ের মত দেখেন। তাই আমাদের উচিৎ তাদের ধর্মীয় অনূভূতি বিবেচনা করে গোহত্যা বন্ধ করা। আর গোমাংশ খাওয়া বাদ দেওয়া। এটি সম্পূর্ণ বন্ধ হওয়ার জন্য আইন প্রণয়ণের পরামর্শও দিয়েছেন তিনি।


ওয়াসিম রিজভি বরাবরাই মুসলমানদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে বিতর্কিত হয়েছেন। তিনি মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য নরেন্দ্র মোদির নিকট চিঠিও লিখেছিলেন। এ জন্য শিয়া ও সুন্নি মতাবলম্বী অধিকাংশ মুসলমান তাকে হিন্দুদের দালাল বলে মনে করে।


গণধোলাই দিয়ে হত্যা প্রসঙ্গে ইন্দ্রেশ বলেছিলেন, যিশু খ্রিস্ট গোশালায় জন্মগ্রহণ করেছিলে এজন্য বাইবেলে মাদার কাউয়ের কথা বলা আছে। আর মক্কা-মদিনাতেও গোহত্যা পাপ। তাই আমাদেরকে এই পাপ থেকে মুক্ত হতে হলে গোহত্যা হতে দেওয়া যাবে না।


ওয়াসিম রিজভি বরাবরাই মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে নেতিবাচক মন্তব্য করে বিতর্কিত হয়েছেন। এর আগে ‘বেশির ভাগ মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয়, শুধু দাড়ি রাখা মুসলমনার জঙ্গি হয়’ সহ নানান সময়ে নানান মন্তব্য করে বিতর্কিত হন রিজভি। তিনি ভারতের মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য নরেন্দ্র মোদির নিকট চিঠিও লিখেছিলেন। এজন্য শিয়া ও সুন্নি মতাবলম্বী অধিকাংশ মুসলমান তাকে হিন্দুদের দালাল বলে মনে করে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three