গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন প্রসূতি দুলালী বেগম। শনিবার সন্ধ্যায় শহরের গাইবান্ধা ক্লিনিকে অস্ত্রপাচারের মাধ্যমে দুই ছেলে ও দুই মেয়ে সন্তান প্রসব করেন তিনি।
দুলালী বেগম জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুল তাইড় গ্রামের ভ্যানচালক শাহ্ আলম মিয়ার স্ত্রী।
শাহ আলম জানান, আল্লাহ্ তায়ালা আমাকে এক সঙ্গে চার সন্তান দান করেছেন। আমি খুব খুশি। আমি সকলের কাছে আমার সন্তানদের জন্য দোয়া প্রার্থী।
গাইবান্ধা ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসক একরাম হোসেন জানান, মা ও চার সন্তান সবাই সুস্থ আছে।