অনলাইন ডেস্ক:
বর্তমানে সানি লিওন হিন্দী ছাড়াও বিভিন্ন ভাষার ছবির কাজে ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে তামিল, তেলেগু ও মারাঠি ছবিতে কাজ করেছেন তিনি। আর এবার মালায়ালাম ছবিতে অভিষেক হলো তার। ছবির নাম ‘রঙ্গিলা’।
আর এখানে প্রধান ভ‚মিকায় দেখা যাবে তাকে। তার বিপরীতে রয়েছেন অভিনেতা কৃষ মেনন। বর্তমানে এ ছবির শুটিং চলছে। আর এ ছবির একটি গান করতে গিয়ে সানি লিওন ক্যামেরার সামনে আসলেন নগ্ন হয়ে। একটি বাথটাবে সানি স্নানের দৃশ্য করতে গিয়ে কোন ধরনের কাপর পড়েননি।
শুধু তাই নয়, এ গানটিতে একাধিক রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। আর এ গানের দৃশ্যধারণ করা হয়েছে একেবারেই গোপনে। বিষয়টি এখনই কাউকে জানাতে চাননি ছবির পরিচালক সন্তোষ নায়ের। কিন্তু শুটিং সেট থেকেই বিষয়টি ফাঁস হয়ে যায়।
সানির এ গানের একটি ছবিও প্রকাশ হয়ে যায়। মুহুর্তে ছবিটি ভাইরাল হয় অনলাইন দুনিয়ায়। নতুন করে আলোচনায় আসেন সানি। জানা গেছে সানি অভিনীত এ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের শেষের দিকে।