সানি লিওনের আসল নাম নাকি দুর্গাবতী সিং, বয়স একান্ন!

admin August 26, 2018

বিনোদন ডেস্ক: সানির ভক্তরা জানেন, সানি লিওন ভারতের নাগরিক নন। কিন্তু এখন জানা গেল, তার বাড়ি উত্তর প্রদেশের বালিয়া জেলার এক গ্রামে। তার বয়স নাকি ৫১, সর্বোপরি, তার আসল নাম নাকি দুর্গাবতী সিং!


ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন জানাচ্ছে, উত্তর প্রদেশের বালিয়া লোকসভা কেন্দ্রে ২০১৯ সালের ভোটার লিস্টে এমন কাণ্ডই দেখা যাচ্ছে। জনৈক দুর্গাবতী সিংহের নামের পাশে শোভা পাচ্ছে সানি লিওনের ছবি। শুধু তা-ই নয়, কাণ্ড আরও রয়েছে। এই ভোটার তালিকায় অনেকের নামের পাশে পায়রা, হাতি, হরিণের ছবিও রয়েছে। ৫৬ বছরের জনৈক নারদ রাইয়ের পরিচিতি-চিত্রটি একটি আফ্রিকান হাতির। কুমার অঙ্কুর লিংহের ছবিটি একটি হরিণের।


আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই কয়েকটি রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। তবে ভোটার তালিকা জনগণের কাছে এখনো প্রকাশ করা হয়নি। সম্প্রতি বালিয়ার জেলার ভোটার তালিকার কিছুটা অংশ ফাঁস হয় সংবাদমাধ্যমে। সেখানেই ধরা পড়েছে মারাত্মক ভুল। একাধিক ভোটদাতার ছবির জায়গায় অন্য ছবি বসানো হয়েছে।



[মিল্ক বিউটি তামান্না ভাটিয়া (রইলো ফটো)]


সেখানে দেখা যাচ্ছে, দুর্গাবতী সিং নামে ৫১ বছরের এক নারীর মুখের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে বলিউড অভিনেত্রী সানি লিওনের মুখ। নারদ রাই নামে ৫৬ বছরের এক ব্যক্তির ছবির জায়গায় বসানো হয়েছে একটি আফ্রিকার হাতির ছবি। এরপরই প্রশ্ন ওঠে, যেখানে সানি লিওন ভারতের নাগরিকই নন, সেখান তাঁর ছবি এল কীভাবে? তাহলে ইচ্ছে করেই ওই মুখ বসানো হয়েছে কি না, উঠছে সে প্রশ্নও।


বালিয়া জেলার এক কর্মকর্তা মনোজ কুমার সিংহল বলেন, ‘আমাদের ডাটা এন্ট্রি অপারেটরদের একজনই এ কাজ করেছেন। সম্প্রতি শহর থেকে গ্রামে তাঁর বদলি হয়েছে। আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছি। তালিকা সংশোধনের কাজ চলছে।’ এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three