Showing posts with label সুরক্ষা. Show all posts
Showing posts with label সুরক্ষা. Show all posts
আপনার ফেসবুক প্রোফাইল নিরাপদ? দেখুন কারা কিভাবে তথ্য হাতাচ্ছে

আপনার ফেসবুক প্রোফাইল নিরাপদ? দেখুন কারা কিভাবে তথ্য হাতাচ্ছে

admin April 06, 2018

টেক এক্সপ্রেস: ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের কাজে যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান Cambridge Analytica ফেসবুক থেকে আট কোটি সত্তর লাখ ইউজারের তথ্য হাতিয়ে নিয়েছিলো বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ। গত বুধবার এক ব্লগপোস্টে ফেসবুকের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ফেসবুক থেকে তথ্য বেহাত হওয়ার বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে সমালোচনা চলছে। গ্রাহকের না জানিয়ে তাদের তথ্য ব্যবহারের এই খবরে ফেসবুক জনক মার্ক জাকারবার্গকে ইতোমধ্যেই তলব করেছে ব্রিটিশ সংসদ। এদিকে এই খবর ছড়িয়ে পরলে ‘ডিলিট ফেসবুক বা বয়কট ফেসবুক’ হ্যাশট্যাগ (#DeleteFacebook) দিয়ে ফেসবুক বয়কট করার প্রচারণাও চালাচ্ছেন অনেকে। এছাড়াও অনলাইন জগতের বাসিন্দাদের চাপে এরই মধ্যে তথ্য হাতানোর ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন জাকারবার্গ।


এখন নতুন বিশ্বের ফেসবুক ইউজারদের মনে সংশয় ও প্রশ্ন দেখা দিয়েছে, ফেসবুকে দেওয়া তার তথ্য কেউ হাতিয়ে নিচ্ছে কিনা বা তার প্রোফাইলটি নিরাপদ কিনা? আমরা অনেক সময় আমাদের নিউজ ফিডে বিভিন্ন আকর্ষণীয় কুইজ দেখে তাতে ক্লিক করি এবং ওই অ্যাপসটি আমাদের একাউন্টে যোগ করি। এসব কুইজের মধ্যে রয়েছে- “অতীতে আপনি কে ছিলেন? আপনার গুণ কী? আপনাকে কোন মেয়েটি পছন্দে করে বা আপনার ব্যক্তিত্ব কিংবা আপনাকে কে ফলো করছে” ইত্যাদি। এই অ্যাপসগুলোর মাধ্যমে আমাদের প্রোফাইলে দেওয়া বিভিন্ন তথ্য অন্য কোম্পানির (থার্ড পার্টি) কাছে চলে যাচ্ছে, যারা কিনা এটি বিক্রি করে দিতে পারে বা নিজেদের স্বার্থে  ব্যবহার করতে পারে! ঠিক এমন পদ্ধতি প্রয়োগ করেই Cambridge Analytica ফেসবুক থেকে আট কোটি সত্তর লাখ ইউজারের তথ্য হাতিয়ে নেয়। ধারণা করা হচ্ছে, ‘This Is Your Digital Life’সহ কয়েকটি অ্যাপস কুইজের মাধ্যমে এসব ইউজারের তথ্য হাতিয়ে নেয় Cambridge Analytica.



দ্য ডিজিটাল লাইফ অ্যাপস এর লোগো


এসব কুইজে অংশগ্রহণের জন্য প্রবেশ করতে চাইলে, আগে ওই অ্যাপসগুলো আপনার ব্যক্তিগত প্রোফাইলে প্রবেশের অনুমতি চায় বা বিভিন্ন তথ্য চায়। হালকা বিনোদনের জন্যই এসব কুইজ শেষ করতে চাইলে এসব তথ্য দিতে আপনি একরকম বাধ্য। বিনোদনের ছলে আপনার অজ্ঞাতসারে আপনার প্রোফাইলের তথ্য হাতিয়ে নিচ্ছে সেই কুইজ বা অ্যাপের মালিকরা। এখানেই শেষ নয়। তারা অন্য কোম্পানির কাছে তথ্য বিক্রি করার জন্য এটি করছে অথবা তাদের উদ্দেশ্যই অন্য কোম্পানির কাছে তথ্য বিক্রি করে দেওয়া, যা তারা অনায়াশেই করতে পারে।



ফেসবুক নিউজ ফিডে আসা অ্যাপগুলোতে ক্লিক করলে বলা হয় ‘ফেসবুক থেকে লগ ইন করুন’। সব অ্যাপসে প্রায় একই নিয়ম।



ফেসবুক থেকে লগ ইন করতে চাইলে প্রায় সব অ্যাপস -এ  উপরের স্ক্রিনশটে দেওয়া অপশনটি আসে।


বিশেষজ্ঞরা বলছেন, আমাদের উচিৎ এসব তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) কোন অ্যাপসের প্রতি আকৃষ্ট না হই। তবেই আমাদের প্রোফাইল সুরক্ষিত থাকবে। হ্যা, প্রযুক্তিবিদরা অনেক আগে থেকেই আমাদের এসব বিষয়ে সতর্ক করছেন। তারা বলছেন, বিভিন্ন অ্যাপসের হাতে আমরা যেসব তথ্য তুলে দিচ্ছি এগুলো তারা চাইলেই ভিন্ন কোন উদ্দ্যেশ্যে ব্যবহার করতে পারে। যদিও এসব অ্যাপস কোম্পানি বিভিন্ন ‘গোপনীয়তা নীতি’দিয়ে থাকে।


নেমটেস্ট ডটকম এভোবেই বিভিন্ন আকর্ষণীয় কুইজ শেয়ার করে ফেসবুকে। ওয়েবসাইট থেকে নেওয়া স্ক্রিন শট।



নববর্ষে কে আপনাকে পান্তা খাওয়াবে? আসছে নববর্ষ তাই এমন একটি আকর্ষনীয় কুইজ শেয়ার করেছে একটি  সাইট। 



  এ রকম কুইজ দিয়ে ফেসবুকে শেয়ার করে এরকম কিছু অ্যাপসের নাম ও লোগো -


 

মার্ক জাকার্বাগের ফেসবুক যদি তার ইউজারদের তথ্য সুরক্ষিত না রাখতে পারে তবে এ সব অ্যাপস তাদের ইউজারদের তথ্য নিরাপদ রাখবে?


তাই আর দেরি নয় এখনই অ্যাপসকে ঝাটিয়ে বিদায় দিন আপনার প্রোফাইল থেকে। ফেসবুক সেটিং > অ্যাপস > ওইসব অ্যাপেটিক দিন > রিমোভ।


আপনার প্রোফাইলের অ্যাপসগুলো। দেখুন > সেটিং > অ্যাপস; এসব অ্যাপস এ টিক দিয়ে ডান সাইডের উপরে থাকা রিমোভ বাটনে ক্লিক করলে অ্যাপসগুলো ডিলিট হবে -



ধন্যবাদ

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three