Showing posts with label স্বরাষ্ট্রমন্ত্রী. Show all posts
Showing posts with label স্বরাষ্ট্রমন্ত্রী. Show all posts
ঈদে পেশাদার চালক ছাড়া গাড়ি চালানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে পেশাদার চালক ছাড়া গাড়ি চালানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

admin May 20, 2019

অনলাইন ডেস্ক:
আসন্ন ঈদ উপলক্ষে সারাদেশের নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া ঈদের সময় পেশাদার চালক ছাড়া অন্য কাউকে রাজধানীতে গাড়ি চালাতে দেওয়া হবে না বলেও জানান তিনি। রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।


জঙ্গি হামলার আশঙ্কা আছে কিনা-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গোয়েন্দারা তৎপর রয়েছে। বুদ্ধ পূর্ণিমা সফলভাবে পালিত হয়েছে। আশা করছি ঈদও সুন্দরভাবে পালিত হবে। ঈদের সময় ঢাকায় বাড়তি নিরাপত্তাসহ টহল জোরদার করা হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের পাওনা বেতন বোনাস ঈদের আগে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। যাতে এ নিয়ে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।


বাড়তি ভাড়া নেওয়া প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, লঞ্চ, বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘরমুখো যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিশেষ রেলের পাশাপাশি, বিআরটিসি’র বিশেষ বাসও চলবে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three