অনলাইন ডেস্ক:
বাংলাদেশের হজ্ব কর্মকাণ্ডকে সবচেয়ে সুন্দরভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। হজ্ব কর্মকাণ্ডকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে ও হাজীদের কল্যাণে সকলকে সহযোগিতা করারও আহবান জানান তিনি। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলুর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনপিপি ও এনডিএফের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।