Showing posts with label হাতুড়িপেটা. Show all posts
Showing posts with label হাতুড়িপেটা. Show all posts
কাউনিয়ায় মাতলামীর প্রতিবাদ করায় কলেজছাত্রকে হাতুড়িপেটা, গ্রেফতার ৪

কাউনিয়ায় মাতলামীর প্রতিবাদ করায় কলেজছাত্রকে হাতুড়িপেটা, গ্রেফতার ৪

admin June 23, 2019

কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় তাড়ী খেয়ে প্রকাশ্যে বাজারে মাতলামীর প্রতিবাদ করায় আনোয়ার হোসেন (২৬) নামে এক কলেজ ছাত্রকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করেছে মাতালের সঙ্গবদ্ধ চক্র। সে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগীলী গ্রামের আব্দুল এর জলিল পুত্র।


এ ঘটনায় তার বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই ৪ জনকে গ্রেফতার করেন।


থানা সূত্র জানায়, গত কিছু দিন থেকে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগীলী মৌজার সিংহের কুড়া বাজারে রামনাথ গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে শামছুল হক (৫৬) তাড়ী (এক জাতীয় মাদক) খেয়ে বাজারে প্রকাশ্যে মাতলামী করে নানা রকম অকথ্য ভাষা ব্যবহার করলে এলাকার কলেজ ছাত্র আনোয়ার হোসেন তার প্রতিবাদ করেন।


এরই জের ধরে শুক্রবার (২১ জুন) রাত আনুমানিক ৯ টার দিকে আনোয়ার হোসেন সিংহের কুড়া বাজারে খরচ করতে গেলে শামছুল হক গং হাতুড়ী ও রড দিয়ে তাকে আকস্মিক আক্রমন করে গুরুতর জখম অবস্থায় মাটিতে ফেলে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


এঘটনায় থানাপুলিশ শামছুল হক ও তার পুত্র তাজুল ইসলাম, একরামুল হক একরা, জহুরুল ইসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান জানান, অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three