রংপুর এক্সপ্রেস: একটি বেসরকারি ক্লিনিকে সংবাদ সংগ্রহের সময় দুবৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন এশিয়ান টিভির ক্যামেরাপার্সন ও রংপুর ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক একেএম সুমন মিয়া। চিকিৎসকদের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু হয়েছে -এমন অভিযোগের ভিত্তিতে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার জনসেবা ক্লিনিকে সংবাদ সংগ্রহ করতে গেলে বুধবার রাত ৯টার দিকে এ হামলার শিকার হন তিনি।
তার সহকর্মীরা জানান, ওই ক্লিনিকে চিকিৎসকদের অবহেলায় এক শিশুর মৃত্যু হয়েছে -এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলে পিছন থেকে সুমনের মাথায় আঘাত করে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই সঙ্গা হারিয়ে মাটিতে লুটিয়ে পরেন তিনি। সুমনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলেও জানান তার সহকর্মীরা।
