অনলাইন ডেস্ক:
৭২তম কান চলচ্চিত্র উৎসবের ষষ্ঠদিন ছিল রোববার। এবারের আসরে হলিউড তারকাদের পাশাপাশি বলিউডের বেশ ক’জন তারকা লালগালিচায় পা মাড়িয়েছেন। প্রিয়াংকা চোপড়া, কঙ্গনা রানাউত ও দীপিকা পাডুকোনের পর কানে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা হুমা কোরাইশি।
‘দ্য গ্যাংস অফ ওয়াসিপুর’খ্যাত অভিনেত্রী হুমা দ্বিতীয়বারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। কালো রঙা গর্জিয়াস একটি গাউন পরে হাজির হন তিনি। এই পোশাকে তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন তিনি।
পোশাকের সঙ্গে মিল রেখে হুমা তার গোলাপী ঠোঁটেও ভিন্ন মাত্রার প্রসাধনী ব্যবহার করেছেন।
এদিকে কয়েকদিন ধরে কান উৎসবে বলিউড তারকারা ছাড়াও রেড কার্পেটে হাজির হন হলিউডের পেনালোপ ক্রুজ, পেড্রো এলমনড্রাভার, আলেকজান্দ্রে গঞ্জালেস, নরা নাভাস, সেলেনা গমেজ, এন্টোনিও বেনডারাস, এমিলি বেকহ্যামসহ বেশ ক’জন তারকা। এবারের উৎসব শেষ হবে ২৫শে মে।
৭২তম কান চলচ্চিত্র উৎসবের ষষ্ঠদিন ছিল রোববার। এবারের আসরে হলিউড তারকাদের পাশাপাশি বলিউডের বেশ ক’জন তারকা লালগালিচায় পা মাড়িয়েছেন। প্রিয়াংকা চোপড়া, কঙ্গনা রানাউত ও দীপিকা পাডুকোনের পর কানে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা হুমা কোরাইশি।
‘দ্য গ্যাংস অফ ওয়াসিপুর’খ্যাত অভিনেত্রী হুমা দ্বিতীয়বারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। কালো রঙা গর্জিয়াস একটি গাউন পরে হাজির হন তিনি। এই পোশাকে তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন তিনি।
পোশাকের সঙ্গে মিল রেখে হুমা তার গোলাপী ঠোঁটেও ভিন্ন মাত্রার প্রসাধনী ব্যবহার করেছেন।
এদিকে কয়েকদিন ধরে কান উৎসবে বলিউড তারকারা ছাড়াও রেড কার্পেটে হাজির হন হলিউডের পেনালোপ ক্রুজ, পেড্রো এলমনড্রাভার, আলেকজান্দ্রে গঞ্জালেস, নরা নাভাস, সেলেনা গমেজ, এন্টোনিও বেনডারাস, এমিলি বেকহ্যামসহ বেশ ক’জন তারকা। এবারের উৎসব শেষ হবে ২৫শে মে।