Showing posts with label bidya sinha saha mim. Show all posts
Showing posts with label bidya sinha saha mim. Show all posts
পারিশ্রমিকে মাহীকে ছাড়ালেন মিম!

পারিশ্রমিকে মাহীকে ছাড়ালেন মিম!

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় একজন মডেল, অভিনেত্রী এবং লেখিকা বিদ্যা সিনহা সাহা মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম স্থান জয় করে একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার ছবিতেও। পেয়েছেন প্রশংসাও।


নতুন খবর হলো সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে এবার রেকর্ড গড়লেন মিম। ঢাকাই ছবির এই সময়ের নায়িকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ডটা এতোদিন ছিল মাহিয়া মাহীর দখলে। বেশ কিছু ছবিতে তিনি অভিনয়ের জন্য ১০ লাখ টাকা নিয়েছিলেন। তবে এবার মাহির রেকর্ডকে মিছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন মিম।


সম্প্রতি একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিম। ছবিটির নাম এখনো হয়নি। তবে পারিশ্রমিক নিয়েছেন ১২ লাখ টাকা। যদিও মিমের মুক্তির অপেক্ষায় থাকা ‘সাপলুডু’তে ১০ লাখ নিয়ে ছিলেন মিম।


এ বিষয়ে মিম জানান, তিনি তো অন্য অনেকের মতো বছরে অনেকগুলো ছবিতে অভিনয় করেন না। তবে যেটা করেন সেটা মানের বিচারে এগিয়ে থাকে। যার কারণে তার হাতে কাজও কম থাকে। যেহেতু মানের দিকটা নিয়ে তিনি কমপ্রোমাইজ করেন না, তাই পারিশ্রমিকের দিকটাতে নজর দিয়েছেন তিনি।


এদিকে মুক্তির অপেক্ষায় আছে মিমের নতুন ছবি ‘সাপলুডু’। এতে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। চলতি বছরেই প্রেক্ষাগৃহে দেখা মিলতে পারে এই ছবিটির।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three