নিয়ে গত কয়েকদিন ধরে ঢাকাসহ সারাদেশে ‘নিরাপদ পথের দাবিতে’ আন্দোলন করছে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। আর এ খবর ইতোমধ্যে স্থান করে নিয়েছে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে। তারা নিয়মিত কভার করছে ছাত্র-ছাত্রীদের আন্দোলনের খবর।
আজ বিবিসি তাদের খবরে ঢাকায় ছাত্রছাত্রীদের আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগের মামলায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানায়। বিবিসি বলছে, ছাত্র-ছাত্রীদের দমনে পুলিশ রাস্তার আবর্জনা ও রাবার বুলেট ব্যবহার করেছে। স্থানীয় সাংবাদিকদের উদ্ধৃতি দিয়ে তারা জানায় আহতদের কয়েকজনের অবস্থা খুব খারাপ। খবরে বলা হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের শাখা সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর হামলা চালায়।
ডয়েচে ভেলে তাদের আজকের খবরে জানায় ছাত্র-ছাত্রীদের উপর হামলার খবর। ডয়েচে ভেলে বলছে, হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করা হয়েছে গুজব স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে যায়। ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে তুমুল সংঘর্ষ বাঁধে তাদের। শিক্ষার্থীরা ভাঙচুর চালায় আওয়ামী লীগের কার্যালয়ে। আওয়ামী লীগ বলছে, সংঘর্ষে ছাত্রলীগের ১৮ জনের মত কর্মী আহত হয়েছে। এছাড়া আওয়ামী লীগ দাবি করেছে বিএনপি-জামায়াত শিবির দেশের বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষিত লোক এনে ছাত্র-ছাত্রীদের মধ্যে ঢুকিয়ে দিয়ে এসব হামলা করাচ্ছে।
[নিরাপদ পথ চাই আন্দোলন: ছোটদের থেকে শিক্ষা নেওয়া উচিৎ]
বিবিসি ছাড়াও এএফপি, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, পার্সটুডে, টাইমস অব ইন্ডিয়া, এক্সপ্রেস ট্রিবিউন, স্ট্রেইট টাইমস, সিনহুয়াসহ প্রায় সব মিডিয়াই খবর প্রকাশ করেছে ছাত্রছাত্রীদের রোড সেফটি নিয়ে আন্দোলন। একটি সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নয় দফা দাবি নিয়ে গত সাতদিন ধরে চলছে শিক্ষার্থীদের রোড সেফটি আন্দোলন ও নানান কর্মসূচি। আন্দোলন চলাকালে ঢাকার রাস্তায় ট্রাফিক পুলিশের ভুমিকায় দেখা যায় ছাত্রছাত্রীদের। তারা রাজধানীর মোড়ে মোড়ে গাড়ি-সিএনজিগুলোর লাইসেন্স চেক, শৃংখলামত গাড়ি ও রিকশা চলাচলে কঠোর ভূমিকা পালন করে। এতে করে রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরে সড়কে, সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে সর্ব-সাধারনের অনেক প্রশংসা পেয়েছে।